Thank you for trying Sticky AMP!!

গোল করে ধ্যানে বসে 'খোঁচা' মারলেন নেইমার

ম্যাচ শেষেও হরলান্ডের উদযাপন নিয়ে এভাবে রসিকতা করেছেন পিএসজির খেলোয়াড়েরা। ছবি: পিএসজি টুইটার পেজ
>চ্যাম্পিয়নস লিগে কাল গোল করে প্রতিপক্ষ দলের তরুণ ফরোয়ার্ডকে খোঁচা মারলেন নেইমার

বয়স মাত্র ১৯ বছর। এর মধ্যেই তাঁর কাছে ধরনা দিয়েছে প্রায় ৪০টি ক্লাব। মেসি-রোনালদোদের উত্তরসূরি হিসেবেও বলা হচ্ছে। আর্লিং ব্রট হরলান্ড তার দামও দিচ্ছেন গোলের পর গোল করে। তবে এই তরুণের গোল করা সম্ভবত একজনের পছন্দ হয়নি—নেইমার!

খোলাসা করেই বলা যাক। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এসেছিল পিএসজি। জোড়া গোল করেছিলেন ডর্টমুন্ড স্ট্রাইকার হরলান্ড। এর মধ্যে দ্বিতীয় গোলটি ধ্যানে বসার ভঙ্গিতে উদযাপন করেছিলেন তিনি। সে ম্যাচে গোল করা নেইমার হারলান্ডের উদযাপন মনে রেখেছিলেন। কাল ফিরতি লেগে তাই তরুণ এ স্ট্রাইকারকে খোঁচা মারতে ছাড়েননি ২৮ বছর বয়সী নেইমার

গোলের পর নেইমারের উদযাপন। হরলান্ডকে উদযাপন নকল করে খোঁচা মারলেন। ছবি: টুইটার

করোনাভাইরাস সংক্রমণরোধে কাল ফিরতি লেগ গড়িয়েছে পিএসজির দর্শকহীন মাঠে। ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে শেষ আটেও উঠেছে ফ্রান্সের ক্লাবটি। তবে আলোচনায় যথারীতি নেইমার। ২৮ মিনিটে পিএসজি প্রথম গোলটি পেয়েছে তাঁর কাছ থেকে। গোলের পর মাঠের এক প্রান্তে গিয়ে হাঁটু মুড়ে ধ্যানের ভঙ্গিতে বসে উদযাপন করেছেন নেইমার। শুধু কী তাই! ম্যাচ শেষে পিএসজির গোটা স্কোয়াডও খোঁচা মারতে ছাড়েনি হরলান্ডকে। নেইমার-ডি মারিয়া-কাভানিরা সবাই মিলে ধ্যানের ভঙ্গিতে বসে ছবি উঠেছেন।

ডর্টমুন্ড নির্ধারিত সময়ের এক মিনিট আগে পরিণত হয়েছিল ১০জনে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লাবটির মিডফিল্ডার এমেরে কান। নেইমার ও বের্নাতের গোলে জয়ের কাজটা তার আগেই সেরেছে পিএসজি। ডাইভিং হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে প্রায় হাজার তিনেক পিএসজি সমর্থক জড়ো হয়েছিলেন। টিভি পর্দায় নেইমারের গোল দেখে স্টেডিয়ামের বাইরেই উদযাপন করেছেন তারা।