Thank you for trying Sticky AMP!!

জার্মানদের জয় নিতে পারেন না মাশরাফি

প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে মাশরাফি বিন মুর্তজা।

পেশাগত পরিচয় ক্রিকেটার হলেও ফুটবলের প্রতি তাঁর টানটা কম নয়। আন্তর্জাতিক ফুটবল থেকে শুরু ক্লাব ফুটবলেরও মনোযোগী দর্শক মাশরাফি বিন মুর্তজা। ক্লাব ফুটবলের ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে কাল রাতে তিনিও বসেছিলেন টেলিভিশনের সামনে।


ফাইনালে মাশরাফির প্রিয় ক্লাব বার্সালোনা ছিল না। ছিলেন না প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। একজন ‘নিরপেক্ষ’ দর্শক হিসেবেই মাশরাফি দেখেছেন বায়ার্ন মিউনিখ-পিএসজির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ম্যাচটা কেমন উপভোগ করেছেন, সেটি ফেসবুকে ব্যক্তিগত একাউন্টে জানিয়ে দিয়েছেন নিজের একটি বিশ্লেষনও। ১-০ গোলে বায়ার্নের শিরোপা জয় আর পিএসজির হার দেখে পাঁচটি উপলব্ধি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কের।  

জার্মানির কোনো জয় আমি নিতে পারি না। কারণ, আর্জেন্টিনা ওদের কাছে ধরা!
ফেসবুকে মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি লিখেছেন, ‘একটা ম্যাচ শেষে  কত ভালো এবং খারাপ লাগা কাজ করছে ...
১. একজন আর্জেন্টিনার ফুটবল সমর্থক হিসাবে ডি মারিয়ার হার এতটুকুও খারাপ লাগেনি।
২. এমবাপ্পের গতির কাছে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপের বিদায় এখন চোখে ভাসে তাই ওর জন্যও খারাপ লাগেনি এতটুকুও।
৩. লেভানডফস্কি বা মুলার কারও উদযাপনও নিতে পারছি না।
৪. আবার ব্রাজিলের সমর্থক না হয়েও নেইমারের জন্য অস্থির লাগছে। মনে হচ্ছে ও পেলে খুব ভালো লাগত।
৫. পরে বুঝতে পারলাম, এটাই মুল কারণ যে জার্মানির কোনো জয় আমি নিতে পারি না। কারণ, আর্জেন্টিনা ওদের কাছে ধরা!’

মাশরাফির প্রিয় খেলোয়াড় মেসি ছিলেন না চ্যাম্পিয়নস লিগ ফাইনালে

বায়ার্নের শিরোপা জয়ে নিখাদ আর্জেন্টিনা-ভক্ত মাশরাফির মধ্যে যেন ফিরে এসেছে বিশ্বকাপে জার্মান বুলডোজারের সামনে ধারাবাহিক মেসিদের বিধ্বস্ত হওয়ার ছবি। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে হার। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে আবারও সেই জার্মানদের কাছেই স্বপ্নভঙ্গ। এবার আকাশি-নীলদের ৪-০ তে হার।

২০১৪ বিশ্বকাপে শিরোপার অনেক কাছে গিয়েও মেসিদের সেটি ছুঁয়ে দেখা হয়নি জার্মানদের কাছে শেষ মুহূর্তে ১-০ গোলে হেরে। শুধুই কি মেসিদের প্রজন্ম? মাশরাফি যাঁর অতিভক্ত—সেই ডিয়েগো ম্যারাডোনাকেও ১৯৯০ বিশ্বকাপে কাঁদিয়েছে জার্মানরা। জার্মানদের হারিয়ে আর্জেন্টিনা একবারই আনন্দোল্লাসে মেতেছে—১৯৮৬ বিশ্বকাপে। আর্জেন্টিনার সেই বিশ্বকাপজয়ের স্মৃতি স্বাভাবিকভাবেই ৩৬ বছর বয়সী মাশরাফির থাকার কথা নয়।

চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে বায়ার্ন মিউনিখ। কাল রাতে লিসবনে

গত ৩৪ বছরে মাশরাফি বারবার জার্মানদের কাছে আর্জেন্টিনার বিধ্বস্ত হওয়ার ছবি দেখেই অভ্যস্ত। ফেসবুকে তাঁর পোস্টে করা একজনের মন্তব্যের জবাবে আর্জেন্টিনাপ্রেমী বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের কথায় যেন দীর্ঘশ্বাসই ঝরে পড়েছে,‘আবারও বিশ্বকাপ আসবে আর জার্মানি এদের (আর্জেন্টিনা) হারাবে, এটাই নিয়ম হয়ে গেছে!’ জার্মানদের সাফল্য যে তাঁর একেবারেই ভালো লাগে না, সেটিও অকপটে বলছেন মাশরাফি, ‘বলেই তো দিলাম ওদের কোনো জয় আমার ভালো লাগে না। কারণ, আর্জেন্টিনা ওদের কাছে বাচ্চা!’