Thank you for trying Sticky AMP!!

তিনের চারের সামনে মেসিরা

২০১৫ সালে বার্সেলোনাকে ট্রেবল এনে দিয়েছিল এই ত্রিমূর্তি। নেইমারের সঙ্গে মেসির সর্বশেষ সুখস্মৃতি। ফাইল ছবি
>রিয়াল মাদ্রিদ একবারও জেতেনি। এত এত অর্জন, ট্রফি দিয়ে ভরা শোকেস। তবু রিয়ালের এই আক্ষেপ তো থাকবেই। কোনো মৌসুমেই যে ট্রেবল জেতা হয়নি স্পেনের রাজাদের! রিয়াল সমর্থকদের আফসোসটা আরও বাড়ছে এ কারণে, বার্সেলোনা যে তিন তিনবার জিতে ফেলেছে ট্রেবল। এবারও আরও একবার শিরোপাত্রয়ী জেতার হাতছানি মেসিদের সামনে।


ক্লাব ফুটবলে এক মৌসুমে বড় তিনটি প্রতিযোগিতায় খেলে দলগুলো। লিগ, কাপ ও চ্যাম্পিয়নস লিগ। এক মৌসুমে তিনটি প্রধান শিরোপার সবগুলো জেতাকেই বলে ট্রেবল।

ইউরোপে ‘ট্রেবল’ জয়

মৌসুম

দল

দেশ

 ১৯৬৬-৬৭

সেল্টিক

স্কটল্যান্ড

 ১৯৭১-৭২

আয়াক্স আমস্টারডাম

হল্যান্ড

 ১৯৮৭-৮৮

পিএসভি আইন্দহফেন

হল্যান্ড

 ১৯৯৮-৯৯

ম্যান ইউনাইটেড

ইংল্যান্ড

 ২০০৮-০৯

বার্সেলোনা

স্পেন

 ২০০৯-১০

ইন্টার মিলান

ইতালি

 ২০১২-১৩

বায়ার্ন মিউনিখ

জার্মানি

 ২০১৪-১৫

বার্সেলোনা

স্পেন

এবার যাদের সম্ভাবনা আছে

আয়াক্স আমস্টারডাম

(হল্যান্ড)

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনাল

লিগ

যৌথভাবে শীর্ষে

কাপ

ফাইনাল (৫ মে, বিপক্ষ রটারডাম)

বার্সেলোনা

(স্পেন)

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনাল

লিগ

প্রথম (১১ পয়েন্ট এগিয়ে)

কাপ

ফাইনাল (২৫ মে, বিপক্ষ সেভিয়া)

ম্যানচেস্টার সিটি

(ইংল্যান্ড)

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনাল

লিগ

দ্বিতীয় (২ পয়েন্ট পিছিয়ে)

কাপ

ফাইনাল (১৮ মে, বিপক্ষ ওয়াটফোর্ড)

লিগ কাপ

চ্যাম্পিয়ন

পোর্তো

(পর্তুগাল)

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনাল

লিগ

দ্বিতীয় (গোল ব্যবধানে দ্বিতীয়)

কাপ

ফাইনাল (২৬ মে, বিপক্ষ স্পোর্টিং)