Thank you for trying Sticky AMP!!

দলকে উদ্ধার করতে কাদের টানল ইউনাইটেড-অ্যাটলেটিকো

ইগহালো গেছেন ইউনাইটেডে, কারাসকো অ্যাটলেটিকোয়। ছবি : এএফপি
>

শীতকালীন দলবদল শেষ হয়ে গিয়েছে গত রাতে। ইউরোপীয় ক্লাবগুলোতে শেষ দিনে উল্লেখযোগ্য কে কে দল বদল করেছেন, আসুন দেখে নেওয়া যাক

অবশেষে ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শেষ হয়েছে। মৌসুমের বাকি সময় যেন ঠিকঠাক কাটানো যায়, সে জন্য মাঝপথের এ সময়ে দলগুলো নতুন খেলোয়াড় আনতে চায়। মাঝ মৌসুমে খেলোয়াড় সওদা করার এ সময়সীমাই শেষ হয়েছে গত রাতে। অনেক ক্লাবের এর মধ্যে শক্তি বাড়িয়েছে, নতুন খেলোয়াড় দলে এনে নিজেদের দুর্বলতা ঢেকেছে।

শেষ দিনে বেশ কিছু দলবদল নজর কেড়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দলবদল হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদে। চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়া থেকে ধারে নাইজেরিয়ার স্ট্রাইকার ওদিওন ইগহালোকে দলে এনেছে ইউনাইটেড। ওদিকে আরেক চাইনিজ ক্লাব দালিয়ান প্রফেশনাল থেকে নিজেদের সাবেক খেলোয়াড়, বেলজিয়ামের উইঙ্গার ইয়ানিক কারাসকোকে দলে এনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকালের উল্লেখযোগ্য দলবদলগুলো দেখে নিন এক নজরে -

এডমোন্ড তাপসোবা (বুরকিনা ফাসো): ভিতোরিয়া থেকে বেয়ার লেভারকুসেন, ১৪.৩ মিলিয়ন পাউন্ড
ওদিওন ইগহালো (নাইজেরিয়া): সাংহাই শেনহুয়া থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
মুসা ওয়াগ (সেনেগাল): বার্সেলোনা থেকে নিস, ধার

কেভিন প্রিন্স বোয়াটেং (ঘানা): ফিওরেন্টিনা থেকে বেসিকতাস, ধার
অ্যালেক্সিস সেলেমেকার্স (বেলজিয়াম): আন্ডারলেখট থেকে এসি মিলান, ধার
তারিক ল্যাম্পটি (ইংল্যান্ড): চেলসি থেকে ব্রাইটন, ইংল্যান্ড, ৪ মিলিয়ন পাউন্ড

এমরে চ্যান (জার্মানি): জুভেন্টাস থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ধার। ধার চুক্তি শেষে ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ডর্টমুন্ডে থেকে যেতে পারবেন।
ম্যাথিউস ফার্নান্দেজ সিকেইরা (ব্রাজিল): পালমেইরাস থেকে বার্সেলোনা, ৬ মিলিয়ন পাউন্ড। বার্সেলোনায় যোগ দেবেন আগামী জুলাইয়ে।
স্টিভেন এনজনজি (ফ্রান্স): রোমা থেকে রেনেঁ, ধার

অ্যানহেলিনো (স্পেন): ম্যানচেস্টার সিটি থেকে আরবি লাইপজিগ, ধার
ম্যাথিউস কুনহা (ব্রাজিল): আরবি লাইপজিগ থেকে হার্থা বার্লিন, ১২.৬ মিলিয়ন পাউন্ড
ইয়ানিক ফেরেইরা কারাসকো (বেলজিয়াম): দালিয়ান প্রফেশনাল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ, ধার

সেড্রিক সোয়ারেস (পর্তুগাল): সাউদাম্পটন থেকে আর্সেনাল, ধার
স্যান্ডার বার্জ (নরওয়ে): গেঙ্ক থেকে শেফিল্ড ইউনাইটেড, ২২ মিলিয়ন পাউন্ড
আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি (ইতালি): রোমা থেকে ভ্যালেন্সিয়া, ধার

রিকার্ডো রদ্রিগেজ (সুইজারল্যান্ড): এসি মিলান থেকে পিএসভি, ধার
আন্দ্রেয়া পেতানিয়া (ইতালি): এসপিএএল থেকে নাপোলি, ১৪.৩ মিলিয়ন পাউন্ড
ড্যানি রোজ (ইংল্যান্ড): টটেনহাম হটস্পার থেকে নিউক্যাসল ইউনাইটেড, ধার