Thank you for trying Sticky AMP!!

নভেম্বরেই নতুন কোচ পাচ্ছে আর্জেন্টিনা?

>
সুদূরে তাকিয়ে কি কোচ খুঁজছেন তাপিয়া? ছবি: টুইটার

আগামী মাসেই নতুন কোচ পাবে আর্জেন্টিনা—এমন ইঙ্গিতই দিলেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া

রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা কোচের পদ হারান হোর্হে সাম্পাওলি। সহকারী কোচের পদ থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান লিওনেল স্ক্যালোনি। সহকর্মী হিসেবে পেয়েছেন পাবলো আইমারকে। দুজন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন এ বছরের শেষ পর্যন্ত। তারপর? আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া অবশ্য ইঙ্গিতটা দিয়ে রাখলেন। খুব সম্ভবত বছর পেরোনোর আগেই এই নভেম্বরেই পূর্ণ মেয়াদে নতুন কোচ পেতে যাচ্ছে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে কাল পাওলো দিবালাদের খেলা দেখতে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন তাপিয়া। সেখানে টিওয়াইসি স্পোর্টসকে এমন ইঙ্গিতই দিয়েছেন এএফএ সভাপতি। অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে তো আর দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করা যায় না। তাপিয়ার মাথায় ঘুরছে ১০ বছর মেয়াদি পরিকল্পনা আর সে জন্য তিনি অপেক্ষা করতে বললেন আগামী মাস পর্যন্ত। নভেম্বরে (১৭ ও ২০ তারিখ) মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাপিয়া এ সময় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘নভেম্বরে ফিফার সূচি পর্যন্ত অপেক্ষা করুন’ তারপর ‘জাতীয় দলের জন্য এএফএ-র কি পরিকল্পনা তা তখন দেখা যাবে—যেটা কি না হবে ১০ বছর মেয়াদি।’

আর্জেন্টাইন এই সংবাদমাধ্যম জানিয়েছে, কোচ হওয়ার দৌড়ে জেরার্ডো মাটির্নোর নাম আলোচিত হচ্ছে। এর আগেও মেসিদের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও এখনো কোনো কিছুই নিশ্চিত নয় এবং কলম্বিয়া আর মেক্সিকোর সঙ্গেও নাকি কথা বলেছেন মার্টিনো। নভেম্বরে ফিফার প্রীতি ম্যাচের সেই সময়ে কোচ কীভাবে নির্বাচন করা হবে সে কথাও জানিয়েছেন তাপিয়া, ‘...এরপর নির্বাচক কমিটি আছেন, যাঁরা সবকিছুর দেখাশোনা করবেন এবং এই পরিকল্পনার (১০ বছর মেয়াদি) প্রধান কে হবেন সেটি তাঁরাই নির্ধারণ করবেন।’

আর্জেন্টিনার আরেকটি সংবাদমাধ্যম ‘ডিরেক্টটিভি স্পোর্টস’কেও কোচ নির্বাচন নিয়ে একই কথা বলেছেন তাপিয়া, ‘আমাদের এমন কাউকে দরকার যে আগামী ১০ বছর জাতীয় দলের প্রয়োজন বুঝবে। স্ক্যালোনিকে ধন্যবাদ, সে ভীষণ কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে। বছরের শেষ দিকেই আমরা সেরা টেকনিশিয়ানের নামটা প্রকাশ করব।’ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সাময়িক অবসরে রয়েছেন মেসি। এ নিয়ে গুঞ্জন চলছে ফুটবলমহলে। মেসি কি জাতীয় দল ছেড়ে দিলেন? তাপিয়া কিন্তু এসব উড়িয়ে দিচ্ছেন। এএফএ সভাপতির ভাষ্য, ‘সে জাতীয় দলে ফিরবে। এএফএ-তে পরিবর্তন এসেছে এই ইঙ্গিতটা তাঁকে দিতে হবে।’