Thank you for trying Sticky AMP!!

নেইমারের আশা, রোনালদোয় বদলে যাবে ইতালিয়ান ফুটবল

জুভেন্টাসে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে রোনালদোর। ছবি: এএফপি
>

রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যাওয়ায় ইতালিয়ান ফুটবল সেই গৌরবোজ্জ্বল দিনগুলো ফিরে পাবে বলে মনে করছেন নেইমার।

ক্রিস্টিয়ানো রোনালদো ইতালিয়ান সিরি আ-তে যোগ দেওয়ায় এই লিগের দর্শকসংখ্যা বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে জুভেন্টাসের ম্যাচগুলোর। রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় সিরি আ তার হারানোর গৌরব ফিরে পাবে, সে আশা করাই যায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার নিজেই এই আশা করছেন।

বেশি দিন আগের কথা নয়। বিশ্বসেরা ফুটবলারদের চারণভূমি ছিল ইতালিয়ান সিরি আ লিগ। বিশ্বের বাঘা বাঘা ফুটবলার মাতিয়ে রাখতেন ইতালির শীর্ষস্থানীয় এই লিগ। দলবদলের বাজারে ট্রান্সফার ফির রেকর্ড ভাঙা গড়ারও খ্যাতি ছিল সিরি আ ক্লাবগুলোর। কিন্তু সেই রমরমা দিন আর নেই। দর্শকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় দৃশ্যটা বদলাবে বলেই মনে করছেন নেইমার। প্যারিস সেন্ট জার্মেই তারকা বলেন, ‘জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদো নাম লেখানোয় বদলে যাবে ইতালিয়ান ফুটবল। আবারও দেখা যাবে সেই ইতালিয়ান ফুটবলকে, শৈশবে যেমনটা দেখেছিলাম।’

এতটুকুতেই থামেননি নেইমার। পর্তুগিজ তারকার প্রশংসা করে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো একজন দারুণ খেলোয়াড়, ফুটবলের কিংবদন্তি এবং প্রতিভাবান। তাঁকে আমাদের সম্মান করতেই হবে।’