Thank you for trying Sticky AMP!!

নেইমারের জন্য আইফেল টাওয়ার বাজি ধরবেন আলভেস!

নেইমার-আলভেসের বন্ধুত্ব এতটাই গাঢ়। ছবি : টুইটার

বয়সে বেশ ব্যবধান থাকলেও দুই ব্রাজিল সতীর্থ নেইমার ও দানি আলভেসের বন্ধুত্বের মধ্যে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গোটা ব্রাজিল দলে নেইমারের সবচেয়ে বড় বন্ধু এই আলভেসই। এমনকি পিএসজিতেও। দুজন একই সময়ে এসেছেন পিএসজিতে। নেইমারের মনের কথা আলভেসের চেয়ে ভালো কে জানবেন? সেই আলভেসই যখন নেইমারের ভবিষ্যৎ নিয়ে কিছু একটা বলেন, গুরুত্ব দিতেই হয়। আলভেস বলেছেন, নেইমার পিএসজিতেই থাকবেন। আর এই কথার সত্যতা প্রমাণ করার জন্য দরকার হলে গোটা আইফেল টাওয়ারটাই বাজি ধরতে চান এই তারকা।

গত কয়েক বছর ধরে দলবদলের সময় হলেই নেইমারকে নিয়ে গুঞ্জন ওঠে। নেইমার বার্সেলোনায় যাচ্ছেন, না হয় নেইমার রিয়াল মাদ্রিদে যাচ্ছেন—এই আলোচনায় মুখরিত থাকে দলবদলের কয়েকটা মাস। নেইমার নিজেও বিভিন্ন ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার দিয়ে আগুনে সলতে দেন। মাঝে মাঝে কথা বলেন নেইমারের বাবাও।

আলভেস বলছেন, নেইমারের পিএসজি ছাড়ার কোনো সম্ভাবনা নেই। নেইমার পিএসজির হয়ে অনেক কিছু জিততে চান, ‘শুধুমাত্র নৈশভোজ বাজি রাখতে চাই কি না? না। নৈশভোজ না। আমি দরকার হলে গোটা আইফেল টাওয়ার বাজি রাখতে রাজি আছি। তাও নেইমার পিএসজি ছাড়বে না। ওর এখনো এখানে অনেক কিছু করা বাকি আছে।’

পিএসজির হয়ে ট্রফি জয়ের আকাঙ্ক্ষা আকাশ ছুঁয়েছে নেইমারের, জানিয়েছেন আলভেস, ‘ও যেমন ফলাফল চাচ্ছে তেমন ফল আসছে না। যে কারণে সে পাগলের মতো হয়ে গিয়েছে। যেকোনো মূল্যে সে পিএসজির হয়ে সফল হতে চায়।’

নেইমারের বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু? আলভেস সম্ভাবনা দেখছেন না, ‘ও যখন বার্সা ছাড়ে, তখন বোর্ডের সঙ্গে ওর সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল। সে সম্পর্ক ঠিক হওয়ার আশা দেখছি না। দিনের শেষে আত্মগরিমা আপনাকে কিছু এনে দেবে না। আর বার্সেলোনার লোকদের এই সমস্যাটা সবচেয়ে বেশি।’