Thank you for trying Sticky AMP!!

নেপালকে হারাতে ৪০ হাজার ডলারের দাওয়াই

ফাইনালে উঠলেই ৪০ হাজার ডলার বোনাস পাবেন ফুটবলাররা। ছবি: বাফুফে

দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে আজ টিকে থাকার লড়াই বাংলাদেশের। বিকেল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের সামনে স্বাগতিক নেপাল। ফাইনালে উঠতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজের। ড্র বা হারলে বিদায়। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে ফুটবলারদের উজ্জীবিত করার চিরন্তন কৌশল নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে)। সেটি হলো, পুরস্কার ঘোষণা। আজ নেপালকে হারিয়ে ফুটবলের ফাইনালে উঠলে বাংলাদেশ দলকে ৪০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

>

নেপালকে হারিয়ে ফাইনালে উঠলেই ৪০ হাজার ডলার বোনাস, ঘোষণা বাফুফের

দেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন আজ প্রথম আলোকে বলেছেন, ‌‘আমরা ফাইনালে উঠতে চাই। আর সেই লক্ষ্য পূরণ হলে ফুটবল দলকে ৪০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। সোনা জিতলে আরও বড় পুরস্কার দেব।’

বোঝাই যাচ্ছে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়ে গেলে পুরস্কারের অঙ্ক কোটি ছুঁতে পারে। নেপালকে এই কিছুদিন আগেও বলে কয়ে হারাত বাংলাদেশ। এখন তারা বড় চ্যালেঞ্জ। দেখার বিষয় এই পুরস্কার-টনিক কতটা কাজে আসে।