Thank you for trying Sticky AMP!!

প্রিমিয়ার লিগ স্থগিত হওয়া 'সেরা সিদ্ধান্ত'

জেমি ডে। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে গতকাল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ইংল্যান্ড থেকে তিনি এটিকে ‘সেরা সিদ্ধান্ত’ই বলছেন।

করোনা সংকটের মধ্যেও প্রথমে প্রিমিয়ার লিগ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। কিন্তু সরকার ১৬ মার্চ সব ধরনের খেলার ঘরোয়া আসর স্থগিত করে দেয় ৩১ মার্চ পর্যন্ত। তবে এ কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় গতকাল প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ফেডারেশন। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জেমি ডে , ‘সেরা সিদ্ধান্ত। বর্তমান সময়ের অবস্থা বিবেচনা করলে এর বিকল্প কিছু নেই।’

এই মাসের শুরুতেও দেশের বিভিন্ন ভেন্যুতে ঘুরে ঘুরে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখেছেন জেমি। ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিন করোনা রোগী শনাক্ত হলে উদ্বিগ্ন হয়ে পড়েন এই ইংলিশ। এর পর বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচ স্থগিত হয়ে গেলে দেশে ফিরে যান। এখন পরিবারের সঙ্গে বাসাতেই ঘরবন্দী আছেন বলে জানিয়েছেন তিনি।