Thank you for trying Sticky AMP!!

ফাইনালেও নেইমারের জন্য আক্ষেপ ব্রাজিলের

নেইমারঅকে ছাড়াই কোপার ফাইনালে চলে এসেছে ব্রাজিল, তবে তাঁকে পেলে আরও ভালো লাগত কাসেমিরোর। ছবি: রয়টার্স
>আগামীকাল রাত ২টায় কোপা আমেরিকা ফাইনাল। এমন ম্যাচের আগেও প্রতিপক্ষ নয়, প্রতিযোগিতায় খেলতে না পারা নেইমারকে নিয়েই বেশি আলোচনা হলো

কোপা আমেরিকায় ব্রাজিলের সেরা রূপ দেখা গিয়েছিল গ্রুপের শেষ ম্যাচে। প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল বলেই নয়, লোকগাথার অংশ হয়ে যেতে বসা সাম্বা ফুটবলের দেখা মিলেছিল সেদিন। গ্রুপ পর্বে যে পেরুকে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল, ফাইনালে তাদেরই পেয়েছে ব্রাজিল।

এমন ম্যাচের আগে তাই ব্রাজিলকেই সবাই পরিষ্কার ফেবারিট বলছে। দুর্দান্ত ফুটবল দেখার আশাও করছেন সবাই। বিশেষ করে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই নেইমারকে হারিয়ে ফেলার পরও ব্রাজিলের কাছ থেকে এমন ফুটবল আশা করা যায়নি। তাই নেইমার ছাড়াই ব্রাজিলের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার কথাবার্তাও চলছে। কিন্তু কাসেমিরো ওসব কথা কানে নিতেই রাজি নন। তাঁর দাবি নেইমার থাকলে আরও দুর্দান্ত খেলত ব্রাজিল।

গতকাল সংবাদ সম্মেলনে এসে নেইমার স্তুতিই করেছেন কাসেমিরো। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের দাবি, ‘নেইমারের যে দক্ষতা, তাতে বলতেই হবে সে ব্রাজিলের সেরা খেলোয়াড়। সে যদি সুস্থ থাকে, তখন তাঁকে আটকানো প্রায় অসম্ভব। ও অসম্ভব প্রতিভাবান, এর মধ্যেই সে এটা দেখিয়েছে। ব্রাজিল দলেও সেটা দেখিয়েছে।’

নেইমার স্তুতি করতে গিয়ে আগামীকালের ম্যাচের অন্য সতীর্থদের কথাও ভুলে যাননি কাসেমিরো। নেইমারকে ছাড়াই যেহেতু ফাইনালে চলে এসেছেন, এখন বাকি কাজটা করার জন্যও বাকিদের ওপর ভরসা রাখছেন এই মিডফিল্ডার,‘ আমাদের আরও অনেক দারুণ খেলোয়াড় আছে। আমাদের খুব ভালো খেলোয়াড় আছে। নেইমার যদি থাকত, তাহলে আমাদের জন্য ভালো হতো এবং আমাদের অনেক উপকার হতো। কিন্তু সে নেই এবং আমরা তার অনুপস্থিতি কাটিয়ে উঠেছি, সে বাঁধা পেরিয়ে এসেছি। আমরা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য সৃষ্টি করেছি কিন্তু সে থাকলে ভালো হতো।’

পেরুকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার তাজা স্মৃতি নিয়ে মাঠে নামবে ব্রাজিল। সে ম্যাচে প্রথম গোল এনে দেওয়া কাসেমিরোও চাইছেন সে ম্যাচের মতোই খেলতে, ‘আমাদের জানতে হবে কখন কষ্ট করতে হয়, কখন আক্রমণ করতে হয় এবং কখন রক্ষণে মন দিতে হয়। আমরা নিখুঁত রক্ষণ সৃষ্টি করেছি। যখন নিখুঁত রক্ষণ বলছি, শুধু ডিফেন্ডারদের কথা বলছি না। সবাই এতে অবদান রাখছে। আমাদের এটাই করতে হবে, নিজেদের চরিত্র ভুললে চলবে না। যা করছি সেটা থেকে ভিন্ন কিছু করার দরকার নেই। শুধু শেষ ম্যাচ নয়, গত দুই, তিন ম্যাচ ধরেই। আমরা বেশি জয় ও কম হারের ভালো গড় সৃষ্টি করেছি। আমাদের এর চেয়ে ব্যতিক্রমী কিছু করতে হবে না। আমাদের নিজেদের ফুটবল খেলতে হবে। আমরা জানি প্রতিপক্ষ ভালো দল, কিন্তু এটা আমাদের ফুটবল।’