Thank you for trying Sticky AMP!!

ফারাজ গোল্ডকাপের সেমিতে গণ বিশ্ববিদ্যালয় ও বুটেক্স

গণ বিশ্ববিদ্যালয় ও ফার ইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলার একটি মুহূর্ত। ছবি: প্রথম আলো
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাবের উদ্যোগে চলছে ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় আসর। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউনাইটেড গ্রুপ, সহযোগী পৃষ্ঠপোষক হা-মীম গ্রুপ ও শাহজালাল ইসলামী ব্যাংক
ফারাজ গোল্ডকাপ

ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল ( বুটেক্স) ও গণ বিশ্ববিদ্যালয়। শেষ চারে ওঠার লড়াইয়ে ফার ইস্ট বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে বুটেক্স।

প্রথম কোয়ার্টার ফাইনালে সজীব রাজবংশীর জোড়া গোলে জিতেছে গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচের ৩ মিনিটেই গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়ে দারুণ শটে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেন সজীব। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের বাকি সময়ে ঘুরে দাঁড়াতে না পারায় কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় গতবারের চ্যাম্পিয়ন ফার ইস্ট। দ্বিতীয় ম্যাচে নাফিস আহমেদের একমাত্র গোলে শেরে বাংলাকে হারায় বুটেক্স।

বুটেক্স ও শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বল দখলের লড়াই। ছবি: প্রথম আলো

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ফারাজ আইয়াজ হোসেন। নিজের জীবন বিসর্জন দিয়ে তারুণ্যের আদর্শের পরিণত হওয়া ফারাজের স্মরণে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটবল উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে টানা তৃতীয়বারের মতো ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ আয়োজন করেছে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাব।

এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ২২ টি দল। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ ২ লাখ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউনাইটেড গ্রুপ, সহযোগী পৃষ্ঠপোষক হা-মীম গ্রুপ ও শাহজালাল ইসলামী ব্যাংক।