Thank you for trying Sticky AMP!!

ফুটবলাররা হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও কোচিং স্টাফ। ছবি: সংগৃহীত
>এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা ঈদের আগেই ঈদের আনন্দ বয়ে এনেছে ফুটবলারদের জন্য। পরিবারের সঙ্গে এবার আর ঈদ করা হচ্ছে না ফুটবলারদের। তবে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে ফুটবলাররা হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি

প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। তা–ও আবার এশিয়ান ফুটবলের বড় দল কাতারকে ১-০ গোলে হারিয়ে, গেমস থেকে তাদের বিদায় করে। স্বাভাবিকভাবেই উৎসবে ভেসে যাওয়ার কথা ফুটবলারদের। হচ্ছেও তা–ই। ইন্দোনেশিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিপলু আহমেদ, সাদ উদ্দিনরা। কাতারকে হারিয়ে ফুটবলারেরা ঈদ আসার আগেই মেতেছেন ঈদের আনন্দে।

ইতিহাস গড়ার ম্যাচে একমাত্র গোলটি দলীয় অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূঁইয়ার। তবে পারফরম্যান্সের বিচারে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ফরোয়ার্ড বিপলু আহমেদ। জয়ের পর তিনি ঈদের আনন্দে আছেন বলে জানিয়েছেন,‌ ‘তিন দিন পর ঈদ। কিন্তু আমরা ঈদটা আজই করে ফেললাম। এত খুশি লাগছে যে বলে বোঝানো সম্ভব না।’ ফরোয়ার্ড সাদ উদ্দীন বলেন, ‘প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে আমাদের কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনে। এই দলের অংশ হতে পেরে গর্ব হচ্ছে। আশা করি, দেশ ও সমর্থকদের জন্য আরও সাফল্য বয়ে আনতে পারব। দোয়া করবেন ও সমর্থন দিয়ে যাবেন।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ২৪ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দল নিশ্চিত হবে আগামীকাল । তবে এটা নিশ্চিত, পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না ফুটবলারদের। তবে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একটা নয় হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি আছেন বলে জানিয়েছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ,‌ ‘আমার জীবনের সবচেয়ে বেশি খুশির সময় হলো কোরবানির ঈদ। কিন্তু এবার আমি কোরবানির ঈদ মিস করব। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। এই হাসির জন্য একটা ঈদ না, হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি আছি। দেশের মানুষের সমর্থন থাকলে আমরা অনেক ভালো কিছু করতে পারব। দোয়া করবেন আমাদের জন্য।’