Thank you for trying Sticky AMP!!

ফুটবল ও জীবন নিয়ে মেসির শঙ্কা

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফাইল ছবি
>ফুটবল ও জীবন আগের মতো হবে না বলে মনে করেন লিওনেল মেসি

করোনাভাইরাসের কাছে হার মেনে হঠাৎ করে পৃথিবীটা যেন থমকে গেল। পুরো বিশ্ব জুড়ে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ মারা গিয়েছে ঘাতক এই অদৃশ্য অণুজীবে আর আক্রান্ত প্রায় ৬২ লাখ। অনেক দিন বন্দী থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার সাহস দেখাচ্ছে মানুষ। করোনা পরবর্তী সময়ে পৃথিবী কি ফিরে পাবে তাঁর সেই চেনা রূপ ? প্রশ্নটা সবার। 

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি অন্তত মনে করছেন জীবন আর আগের মতো হবে না। এমনকি ফুটবলও ফিরে পাবে না তার পুরনো জমজমাট ছন্দ। বার্সেলোনা এই তারকা করোনার ভয়াবহ পরিস্থিতিটা উপলব্ধি করছেন নিবিড়ভাবে। করোনায় কত পরিচিত মানুষকেই তো হারিয়েছেন তিনি। সেই হতাশার কথাগুলোই শুনিয়েছেন স্প্যানিশ আল পাইসকে।


১১ জুন পুনরায় ফিরতে যাচ্ছে লা লিগা। খেলা শুরু হওয়াকে কেন্দ্র করে আগের সেই উত্তেজনা আর নেই! মাস্ক পরে ফুটবলাররা অনুশীলনে আসছেন। দলীয় অনুশীলনে একজনের কাছ অন্যজন দূরত্ব বজায় রাখছেন। আবার খেলা শুরু হলে গ্যালারীতে বসে উপভোগ করতে পারবেন না দর্শকেরা। এটা তো আর ফুটবলের সৌন্দর্য নয়। সব কিছু মিলিয়েই মেসির উপলব্ধি, 'আমাদের মধ্যে অনেকেই চলে গিয়েছেন। এর পর পৃথিবী কেমন হতে চলেছে , তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই লকডাউন ও পরিস্থিতি আমাদের বিহ্বল করে দিয়েছে। অনেক মানুষ কঠিন সময় পার করেছে। অনেকে আত্মীয় স্বজন ও বন্ধুদের হারিয়েছে। তাদের শেষ বিদায়ে অংশও নিতে পারেননি।'


এরপরেই বলেছেন ফুটবল ও জীবনের কথা, ' এই দুর্যোগে অনেক নেতিবাচক বিষয় আছে। আপনজন হারানোর চেয়ে খারাপ কিছু হতে পারে না। এটা খুব হতাশ করেছে। আমার মনে হয় ফুটবল আর কখনোই আগের মতো হবে না। শুধু ফুটবল নয়, জীবনও আগের মতো ফিরে আসবে না।'