Thank you for trying Sticky AMP!!

কাতারের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ জেমি ডে

বাংলাদেশের প্রতি আক্রমণ নিয়ে হুঁশিয়ার কাতারের কোচ

সামনে কাতারের মতো মহা শক্তিশালী প্রতিপক্ষ। জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন কোন সাহসে দেখবে বাংলাদেশ!

এশিয়ান চ্যাম্পিয়নদের হারানোর স্বপ্নটা সচেতনভাবেই দেখতে নারাজ জামাল ভূঁইয়ারা। বরং বিশ্বকাপ ও এশিয়ান কাপের এই যৌথ বাছাইয়ের ম্যাচ থেকে একটি পয়েন্ট পাওয়াই হবে মহার্ঘ্য।

একটি পয়েন্ট পেলে লাল–সবুজ পরোক্ষে জয়ের আনন্দেই ভাসবে। বাংলাদেশ কোচ জেমি ডে আকার–ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিয়েছেন। গতকাল সংবাদ সম্মেলনে বলছেন, ‘ড্র আমাদের জন্য ভালো ফল হবে। নিশ্চয়ই আমরা চেষ্টা করব এমন কিছু করতে।’

জেমির এই এক পয়েন্ট নেওয়ার পরিকল্পনা কীভাবে দেখছেন কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাস?

প্রশ্নটা উঠল বৃহস্পতিবার রাতে ম্যাচ ভেন্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সংবাদ সম্মেলনের ঘণ্টা দুয়েক পর সংবাদ সম্মলনে কথা বলেন কাতারের কোচ।

বাংলাদেশ কোচের এক পয়েন্ট নেওয়ার পরিকল্পনা সম্পর্কে এক কাতারি সাংবাদিকের প্রশ্নে বাসের উত্তর, ‘জেমি তার দল সম্পর্কে অন্যদের চেয়ে ভালো জানেন। কোথায় শক্তি, কোথায় দুর্বলতা এগুলো তাঁর জানা। যেভাবে ম্যাচ নিয়ে ভাবছেন তিনি, সেভাবেই পরিকল্পনা করবেন। নিশ্চয়ই চেষ্টা করবেন ফল তাঁর পক্ষে নিতে।’

কিন্তু কাতার কোচ জানেন বাংলাদেশকে হারানো সহজ তাঁর দলের জন্য। দুই দলের প্রথম লেগে ঢাকায় যদিও কাতারকে জিততে ঘাম ঝরাতে হয়েছে। ২-০ জয়ে কাতার দ্বিতীয় গোলটা পেয়েছে শেষ মিনিটে।

সেই ম্যাচ প্রসঙ্গ টেনে বার্সেলোনার যুবদলের সাবেক কোচের ভাষ্য, ‘আগের ম্যাচে আমাদের জিততে একটু কষ্ট হয়েছে। বাংলাদেশ দল রক্ষণ সামলেছে অনেক নিচে নেমে। আবহাওয়া ভিন্ন ছিল। এসব সামলে খেলা সহজ ছিল না আমাদের জন্য।’

বাংলাদেশ দলকে সমীহের চোখে দেখছেন কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাস (ডানে)

আজকের ম্যাচ কাতারের মাঠে ভিন্ন আবহাওয়ায়, ভিন্ন পরিবেশে হচ্ছে। সেটাও মনে করিয়ে দিতে ভোলেননি ২০০৬ সাল থেকে কাতারের ফুটবলের সঙ্গে যুক্ত বাস।

কাতার অনূর্ধ্ব-১৯, ২০, ২৩ দল পেরিয়ে ২০১৭ সালের ৩ জুলাই জাতীয় দলের দায়িত্ব নেন। তাঁর অধীনে ৪৮ ম্যাচের ২৬টি জিতেছে কাতার জাতীয় দল। যার মধ্যে সবচেয়ে বড় সাফল্য গত বছর কাতারের এশিয়ান কাপ জয়।

এশিয়ান কাপজয়ী কোচের স্বাভাবিকভাবেই আজ ডাগআউটে জেমি ডের চেয়ে বেশি চিন্তামুক্ত থাকার কথা। বাংলাদেশকে হারাতে আজ আর ঘাম ঝরাতে হবে না এমনই বিশ্বাস বাসের, ‘হ্যাঁ, বাংলাদেশ তাদের খেলা খেলবে। তবে আমরা আমাদের খেলাটা খেলব। এবং আশা করি ভালো ফলই করব।’

এরপরই তাঁর কণ্ঠে বাংলাদেশ দলকে নিয়ে সমীহ, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের সঙ্গে খেলতে যাচ্ছি। তারা বেশ ভালো সংগঠিত দল। আমরা জানি আমাদের অনেক বেশি নিখুঁত হতে হবে। আমরা চেষ্টা করব গোল করতে।’

বাংলাদেশ আজ ৪-১-৪-১ ছকে প্রতি আক্রমণে উঠতে চাইবে। সেটা ভালোই জানেন কাতারের কোচ। তাই সতর্কও থাকতে চান, ‘বাংলাদেশ প্রতি আক্রমণে আসবে জানি, ওদের আটকাতে হবে। আমরা প্রয়োজনীয় পরিকল্পনা নিয়েই মাঠে নামব।’

কাতার নিজেদের রক্ষণে বাংলাদেশকে জায়গা দিতে চাইবে না। কিন্তু বাংলাদেশ পাল্টা জবাবে দ্রুত উঠে গিয়ে গোল করতে চাইবে। বাংলাদেশের ফুটবলাররা লক্ষ্য পূরণে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া স্বীকার করে নিয়েছেন কাতারের বিপক্ষে জয়ে চিন্তা করা একটা দুঃসাহস। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা দেশের সঙ্গে ড্র করাও অনেক কঠিন। সেটি জেনেও জামালের সাহসী উচ্চারণ, ‘আমরা চেষ্টা করব অন্তত একটি পয়েন্ট নিয়ে দেশে ফিরতে।’

ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

কাতারের লক্ষ্য স্কোর লাইনে বড় অঙ্ক বসানো। লক্ষ্য পূরণে কাল রাতে দুসাইল স্টেডিয়ামে অনুশীলনে বেশ মগ্ন দেখা গেল স্বাগতিকদের।

তবে পেছনে ফিরলে অতীতের কাতারের সঙ্গে এই কাতারকে মেলানো যায় না। ১৯৭৯ সালে কাতারের সঙ্গেই ঢাকায় এশিয়ান কাপের বাছাইয়ে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এরপর ৩টি ম্যাচেই কাতারের জয়।

দিনে দিনে অবকাঠামো উন্নয়ন করে ছোট্ট দেশটি আজ এশিয়ার সেরা। তবে ফল যা–ই হোক, এশিয়ার সেরাদের সঙ্গে খেলার সুযোগ সব সময় আসে না। এটিও আজ মাথায় রাখছে বাংলাদেশ।