Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ গোলরক্ষকের প্রেরণা ভারতীয় গোলরক্ষক

আশরাফুল রানার ওপর আজ বাংলাদেশের অনেক ভরসা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কয়েক দিন ধরেই ফুটবল পাড়ায় একটি প্রশ্ন, আশরাফুল ইসলাম রানা কি গুরপ্রীত সিং হতে পারবেন?

আশরাফুল বাংলাদেশের গোলরক্ষক, গুরপ্রীত সিং ভারত জাতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক। যার বিশ্বস্ত হাতই দোহায় গত মাসে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী কাতারকে রুখে দিয়েছিল। গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিল ভারত। যে ড্র ভারতীয়রা তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচনা করে।

দোহায় এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন গুরপ্রীত। কিক অফ থেকে শেষ পর্যন্ত ২৭ টি শট ঠেকিয়ে তিনিই ছিলেন ভারতের নায়ক। এক মাসের ব্যবধানে বাংলাদেশের সামনে যখন কাতার, তখন প্রশ্নটি এসেই যায় প্রতিবেশী দেশের গোলরক্ষক গুরপ্রীতের মতো কাতারিদের সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারবেন কিনা আশরাফুল! পারবেন কিনা, তা দেখতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে আশরাফুলকে অলক্ষ্যে অনুপ্রেরণা যোগাচ্ছেন গুরপ্রীতই, ‘গুরপ্রীত তো সেই ম্যাচে একাই কাতারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সুযোগ পেলে আমাকেও তো অমন কিছুই করার চেষ্টা করতে হবে। গুরপ্রীতের পারফরমেন্স আমার অনুপ্রেরণা। ’

দিনটা আজ আশরাফুলের না হলেই বাংলাদেশের জন্য বিপদ। ফিফা র‌্যাঙ্কিংয়ের তো বটেই, কাতার-বাংলাদেশ দুই দলের শক্তির পার্থক্য যে অনেক। বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়নের মুকুটও কাতারের মাথায়। এ ছাড়া যেখানে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই শুরু করেছে বাংলাদেশ। সেই আফগানিস্তানকেই দোহায় ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাইপর্ব শুরু করেছে কাতার। অর্থাৎ আজ বাংলাদেশ গোলরক্ষকের ওপর দিয়ে কাতারি আক্রমণের সুনামিই বয়ে যাওয়ার কথা।

দেশের ফুটবল প্রেমীদের দুশ্চিন্তার কিছু নেই। ৩ বছর আগে আবুধাবিতে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক একটি প্রীতি ম্যাচের কথা স্মরণ করিয়ে দিলেন আশরাফুল। ২০১৬ সালের সেই ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে হারলেও নিজের সামর্থ্য দেখিয়েছিলেন আশরাফুল, ‘২০১৬ সালে আবুধাবিতে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ১১ টি সেভ দিয়েছিলাম। প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। যদিও দ্বিতীয়ার্ধে ঠেকিয়ে রাখা যায়নি। ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ ৬-১ গোলে হেরে যায়। ’