Thank you for trying Sticky AMP!!

বার্সেলোনা-এইবার ম্যাচের হাইলাইটস দেখুন এখানে

মেসির কাঁধে পা রেখে গতকাল ড্র করেছে বার্সা। ছবি : এএফপি
>মৌসুমের শেষ ম্যাচে গতকাল এইবারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।

পুরো মৌসুমে বার্সেলোনা যেমন খেলেছে, মৌসুমের শেষ ম্যাচটা যেন ছিল তারই প্রতিচ্ছবি। খেলায় তেমন কোনো সমন্বয় নেই, রক্ষণভাগের বাজে পারফরম্যান্স, শেষমেশ লিওনেল মেসির কাঁধে চড়ে পার হওয়া—এইবারের বিপক্ষে শেষ ম্যাচটাতেও দর্শকেরা ঠিক এসবই দেখল। এভাবেই হার এড়িয়েছে মেসির দল। এইবারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচের ২০ মিনিটের মাথায় মার্ক কুকুরেল্লার গোলে এগিয়ে যায় এইবার। কুকুরেল্লা মূলত বার্সেলোনারই খেলোয়াড়, এ মৌসুমে ধারে এইবারে গিয়েছিলেন তিনি। তবে এই মৌসুমের দুই বার্সা-এইবার ম্যাচেই কুকুরেল্লা তাঁর জাত চিনিয়েছেন। বুঝিয়েছেন তাঁকে দলে না রাখার সিদ্ধান্তটা বার্সার জন্য কত বড় ভুল ছিল। এর পরেই শুরু হয় মেসি-ম্যাজিক। ম্যাচের ৩১ ও ৩২ মিনিটে বিদ্যুৎ–গতিতে দুই গোল করে মেসি বার্সাকে এগিয়ে দেন। কিন্তু তাতেও দমে যায়নি এইবার। আক্রমণের ধারা বজায় রাখে। লড়তে থাকে দাঁতে দাঁত চেপেই। এর সুফলটাও মেলে হাতে হাতেই। বার্সা গোলরক্ষক ইয়াসপার চিলেসেনের ভুল কাজে লাগিয়ে সমতায় ফেরে এইবার। গোলটি করেন দে ব্লাসিস।

লিগ জেতা বার্সা শেষ ম্যাচটা জিততে পারল না। মৌসুমটা শেষ হলো সমর্থকদের অস্বস্তি নিয়েই।

ম্যাচের হাইলাইটস দেখার জন্য ক্লিক করুন এখানে—