Thank you for trying Sticky AMP!!

বার্সেলোনা কুৎসিত আচরণ করছে ভালভার্দের সঙ্গে: ইনিয়েস্তা

বার্সেলোনার অস্থির সময় সামাল দিতে এসেছেন ইনিয়েস্তা, আজ মেসিদের অনুশীলনে ছিলেন তিনি। ছবি: ইনিয়েস্তা টুইটার

আরনেস্তো ভালভার্দের সঙ্গে বার্সেলোনা কুৎসিত আচরণ করছে। একজন কোচ থাকা অবস্থায় অন্যান্য কোচের সঙ্গে আলোচনা করা এবং প্রকাশ্যে এভাবে সফল এক কোচকে হেনস্তা করার মধ্যে ভালো কিছু খুঁজে পাচ্ছেন না ক্লাব কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। কোচ হিসেবে সতীর্থ জাভি হার্নান্দেজকে নেওয়ার সম্ভাবনাতেও ভালভার্দের সঙ্গে আচরণ মেনে নিতে পারছেন না ইনিয়েস্তা।

কোচ আরনেস্তো ভালভার্দের ওপর আস্থা হারিয়েছে বার্সেলোনা। লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগেও গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোতে পা রেখেছে। এই ভালভার্দের অধীনেই টানা দুবার লিগ জিতেছে বার্সেলোনা। কিন্তু ইউরোপে বারবার ব্যর্থ হওয়ায় এই কোচের ওপর এমনিতেই নাখোশ ছিল বার্সেলোনার সমর্থকেরা। এবার স্প্যানিশ সুপার কাপে এগিয়ে থেকেও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসার পর বোর্ডও বিপাকে পড়ে গেছে। তাই নতুন কোচের সন্ধানে নেমেছে তারা।

এরই মাঝে জাভির সঙ্গে আলোচনা করেছে বার্সেলোনা বোর্ড। কিন্তু মৌসুমের মাঝপথে আসতে রাজি নন কাতারের আল সাদের দায়িত্বে থাকা জাভি। এরপর বার্সেলোনা নাকি আরেক ক্লাব কিংবদন্তি রোনাল্ড কোম্যানের সঙ্গে আলোচনা করেছে। নেদারল্যান্ডসের দায়িত্বে থাকা কোম্যান ইউরোর আগে আসতে রাজি হননি। এখন নাকি বেকার থাকা পচেত্তিনোর সঙ্গে কথা বলছে কাতালান ক্লাবের বোর্ড। বার্সেলোনাকে বিদায় বলে বর্তমানে ভিসেল কোবেতে আছেন ইনিয়েস্তা। ভালভার্দের অধীনে এক মৌসুম খেলা এই মিডফিল্ডার ওন্দা সিরোকে এ ব্যাপারে বলেছেন, ‘বার্সেলোনার আচরণ একটু কুৎসিত হয়েছে। বর্তমান কোচকে সম্মান দেখানো উচিত আপনার। যেভাবে সবকিছু হচ্ছে তা অধিকাংশ মানুষকেই আহত করবে।’

ইনিয়েস্তা স্বীকার করেছেন গত কিছুদিনে ক্লাবে ভালভার্দের অবস্থা একটু ‘দুর্বল’। গত মৌসুমে কোপা দেল রের ফাইনালে হার, টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রায় নিশ্চিত জয় পাওয়া ম্যাচ থেকেও ছিটকে যাওয়া ও অসুন্দর ফুটবল—সবকিছুই প্রভাব ফেলেছে ভালভার্দের এমন করুণ অবস্থার পেছনে। কিন্তু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠতে ব্যর্থতাই বার্সেলোনাকে নড়েচড়ে উঠতে বাধ্য করেছে। ইনিয়েস্তার আশা ক্লাব এ ব্যাপারটা সুন্দরভাবে সামলে নেবে। কারণ, ‘যা হচ্ছে, তা কোচ খেলোয়াড় বা সমর্থক কারও জন্যই ভালো নয়।’

বার্সেলোনার দুই প্রথম পছন্দ নিয়েও কথা বলেছেন ইনিয়েস্তা, ‘এ পদের জন্য প্রস্তুত কিনা সেটা সবচেয়ে বলতে পারবে জাভিই। কোম্যান আর জাভি দুজনই বার্সেলোনাতেই ছিল। একজনের অভিজ্ঞতা বেশি কিন্তু সেটাই মূল বিবেচ্য নয়...’