Thank you for trying Sticky AMP!!

বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান হতে যাচ্ছেন অলিভার কান।

বায়ার্নে নতুন যুগ—রুমেনিগে যাচ্ছেন, আসছেন কান

নতুন একটা যুগের শুরু হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখে। কোচ হানসি ফ্লিক বিদায় নিয়েছেন, আগামী মৌসুমে বায়ার্নের ডাগআউটে থাকবেন নতুন কোচ ইউলিয়ান নাগলসমান। এবার ম্যানেজমেন্টের শীর্ষ পদেও আসছে বদল। চেয়ারম্যানের পদ ছেড়ে চলে যাচ্ছেন কার্ল-হেইঞ্জ রুমেনিগে। তাঁর জায়গা নেবেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি গোলকিপার অলিভার কান।

রুমেনিগের বায়ার্নের চেয়ারম্যানের পদ ছেড়ে যাওয়ার কথা আজই জানিয়েছে বুন্দেসলিগার পরাশক্তি ক্লাবটি। ৬৫ বছর বয়সী রুমেনিগের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের শেষে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই তিনি সরে দাঁড়াচ্ছেন। এ মাসের ৩০ তারিখই বায়ার্নের চেয়ারম্যান হিসেবে শেষ দিন কাটাবেন ক্লাবটির সাবেক ফরোয়ার্ড।

বায়ার্নের বর্তমান চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে।

বায়ার্নের ম্যানেজমেন্টে রুমেনিগের যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে, সহসভাপতি হিসেবে। এর ১১ বছর পর প্রথমবারের মতো ক্লাবটির চেয়ারম্যান হয়েছেন তিনি। এরপর সেই পদে আছেন টানা ২০ বছর। এবার যাওয়ার সময় হয়েছে বলে তাঁর নিজের কাছেই মনে হচ্ছে। চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রুমেনিগে বলেছেন, ‘কৌশলগত দিক থেকে এটা এখন খুবই যুক্তিযুক্ত। তবে আমি তৃপ্তি আর গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। আর এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বায়ার্নকে আরও উঁচুতে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ দলটির হবু চেয়ারম্যান অলিভার কান।

রুমেনিগের সময়ে বায়ার্ন মিউনিখ ১৯টি বুন্দেসলিগা জিতেছে। ২০০১, ২০১৩ ও ২০২০—এ তিন বছর জিতেছে তিনটি চ্যাম্পিয়নস লিগ। জার্মানির হয়ে ৯৫টি ম্যাচ খেলা সাবেক ফরোয়ার্ড বায়ার্নে খেলেছেন এক দশক, ১৯৭৪ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। বায়ার্নের হয়ে দুটি ইউরোপিয়ান কাপ জিতেছেন রুমেনিগে। ১৯৮০ ও ৮১ সালে টানা দুবার ভেসেছেন ব্যালন ডি’অর জয়ের আনন্দে।

বায়ার্নের জার্সিতে অলিভার কানের সাফল্যও অনেক। ১৪ বছরের ক্যারিয়ারে জিতেছেন আটটি বুন্দেসলিগা। ২০০৮ সালে বায়ার্ন মিউনিখ থেকেই ফুটবলকে বিদায় জানানো কান জয়ের জন্য তাঁর আগুনে মেজাজ আর তীব্র ইচ্ছার জন্য তিনি পেয়ে গিয়েছিলেন ‘ভল-কান-ও’ ডাকনাম।

জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক গোলকিপার অলিভার কান।

জার্মানির ৮৬টি ম্যাচ খেলা কান ২০০২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া জার্মান দলের অধিনায়ক ছিলেন। বায়ার্নের হয়ে খেলেছেন ৬৩২টি ম্যাচ। ২০২০ সালের জানুয়ারিতে ক্লাবের বোর্ডে নাম লেখানো কান এবার চেয়ারম্যান হিসেবে ক্লাবকে আরও উঁচুতে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ, ‘এখন আমার দায়িত্ব নেওয়ার সময়। গত ১৮ মাসে ক্লাবের সবকিছু আমি জেনেছি। আমি জানি আমরা কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। নিজের কাজ সম্পর্কেও আমি সচেতন। আমি দায়িত্ব পালন করতে উন্মুখ হয়ে আছি।’

দায়িত্ব নেওয়ার আগে চেয়ারম্যান পদে সাবেক হতে চলা রুমেনিগের প্রশংসাও করেছেন কান, ‘২০ বছরের বেশি সময়ে চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে ক্লাবের জন্য অসাধারণ কাজ করেছেন। তাঁর সময়ে ক্লাব সম্ভাব্য সবকিছুই জিতেছে।’