Thank you for trying Sticky AMP!!

বিকেএসপির তরুণ খেলোয়াড় আইসিইউতে

আইসিইউতে বিকেএসপির ছাত্র মাহবুবে এলাহী। ছবি: প্রথম আলো

গিজারের গরম পানিতে শরীর ঝলসে গেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্র মাহবুবে এলাহীর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়েছে। মাহবুব বাস্কেটবল বিভাগের ছাত্র, পড়াশোনা করছে দশম শ্রেণিতে।

বিকেএসপি সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত মাহবুব। সোমবার অসুস্থ শরীরে বাথরুমে গোসল করতে যায় সে। সেখানে গরম পানির ঝরনা ছেড়েই অচেতন হয়ে পড়ে সে। এর পর বেশ কিছুক্ষণ ধরে গরম পানি পড়ায় তার শরীর ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার মাহবুবকে আইসিইউতে নেওয়া হয়।

মাহবুবের মা রেবেকা সুলতানা বলেন, ‘ডাক্তার বলেছেন শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। প্রতিদিন প্রচুর রক্ত দিতে হচ্ছে। এ ছাড়া জ্বরও আছে।’