Thank you for trying Sticky AMP!!

ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সমর্থন করেন কোন ক্লাব?

বিয়ের আগে ভাই হ্যারির সঙ্গে প্রিন্স উইলিয়াম। ছবি: এএফপি

রাজকীয় বিয়ে!
গত কদিন এ নিয়েই সরগরম বিশ্ব মিডিয়া। শনিবার দিনটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজবধূকে বরণ করে নেওয়ার দিন। ইংলিশ ফুটবলে ছিল এফএ কাপের ফাইনাল। ইংল্যান্ড না হয়ে স্পেনের কাপ ফাইনাল হলেই হয়তো ব্যাপারটা জমত বেশি। কারণ, স্প্যানিশ কাপের পোশাকি নামই যে রাজার কাপ।

রাজার কাপ না হলেও এফএ কাপের ফাইনালের দিনে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে একটু হলেও আগ্রহ জাগিয়েছে। সে সঙ্গে একটা কৌতূহলও জন্ম দিয়েছে, রাজপরিবারের প্রিয় ক্লাব কোনটি?

গতকাল প্রিন্স হ্যারির বিয়েতে রানি দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। ছবি: রয়টার্স


রানি দ্বিতীয় এলিজাবেথ
অর্ধ শতাব্দীর বেশ সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্য যিনি সামলাচ্ছেন, তাঁর সমর্থন পাওয়ার ভাগ্য কোনো একক ক্লাবের হয়নি। রানি হিসেবে পক্ষপাত দেখাতে চান না তবে অনেকেই মনে করেন ওয়েস্টহাম ইউনাইটেডের ভক্ত রানি। সেই ষাটের দশক থেকেই নাকি ওয়েস্টহামকে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। তবে ২০০৭ সালে বাকিংহাম প্যালেসে আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে রানির দেখা করা ও ফাব্রিগাসের প্রতি মুগ্ধতায় অনেকে তাঁকে আর্সেনাল সমর্থকও বানিয়ে দিয়েছে।

প্রিন্স চার্লস
প্রিন্স চার্লস তাঁর ফুটবল আনুগত্য লুকিয়ে রাখতে পেরেছেন বহুদিন। তবে ২০১২ সালে তা প্রকাশ হয়, বার্নলিই ভবিষ্যৎ রাজাকে সমর্থক হিসেবে পাচ্ছে। এ সংবাদ পেয়ে বার্নলি একটি ভিআইপি মৌসুমি টিকিট প্রিন্স চার্লসের জন্য বরাদ্দ করেছে।

বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস। ছবি: এএফপি


প্রিন্স উইলিয়াম
চার্লসের পুত্র প্রিন্স উইলিয়ামও বাবার পথে হেঁটেছেন। ইংলিশ ফুটবলের কোনো পরাশক্তির প্রতি আগ্রহ নেই উইলিয়ামের। ছোট বেলা থেকেই ভিলা পার্কে গিয়ে খেলা দেখেন অ্যাস্টন ভিলার কড়া সমর্থক এই রাজপুত্র।

প্রিন্স হ্যারি
কাপ ফাইনাল কিংবা ইংল্যান্ড দলের ম্যাচ দেখতে মাঝেমধ্যেই মাঠে যান প্রিন্স হ্যারি। মাঠে কিন্তু কখনো কোনো দলের প্রতি দুর্বলতা প্রকাশ করেন না। তবে কয়েক বছর আগে একটি দাতব্য কাজে মুখ ফসকে বলে ফেলেছিলেন, রাজপরিবারের অধিকাংশই নাকি আর্সেনাল সমর্থক।