Thank you for trying Sticky AMP!!

ভেজা চোখে শিরোপা উৎসর্গ ক্লপের

স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলার সম কাঁদছেন ক্লপ। ছবি: টুইটার

ফুটবলের প্রতি ইয়ুর্গেন ক্লপের আবেগ নিয়ে কোনো প্রশ্ন চলে না। অথচ নিজেকে তিনি দাবি করেন 'নরমাল ওয়ান'। কাল লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর অবশ্য স্বাভাবিক থাকতে পারেননি লিভারপুল কোচ।

ম্যানচেষ্টার সিটিকে কাল ২-১ গোলে হারিয়ে লিভারপুলের লিগ জয় নিশ্চিত করে চেলসি। এরপর স্কাই স্পোর্টস যোগাযোগ করে ক্লপের সঙ্গে। গোলের আনন্দে টাচলাইনে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটার জন্য খ্যাতি কুড়োনো ক্লপ নিজেকে ধরে রাখতে পারেননি। আনন্দাশ্রু ভর করেছিল তাঁর চোখে।

৩০ বছর পর লিভারপুলের লিগ জয়ের এই অর্জন ক্লপ উৎসর্গ করেন সমর্থক ও সাবেকদের প্রতি। ভেজা চোখে লিভারপুল কোচ সবার আগে স্মরণ করেন কেনি ডালগ্লিশকে। ১৯৯০ সালে ডালগ্লিশের অধীনে সর্বশেষ লিগ জিতেছিল লিভারপুল। এই কিংবদন্তির প্রতি ক্লপ বলেন, 'ভাষায় প্রকাশ করতে পারছি না। অবিশ্বাস্য। এ ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া, যেখানে কেনি আমাদের প্রচুর সমর্থন দিয়েছে। কেনি, এটা (লিগ শিরোপা) তোমার জন্য। ক্লাবের এই জয় দেখতে তোমাকে ৩০ বছর অপেক্ষা করতে হলো।'

করোনাভাইরাস মহামারির থেকে বাঁচতে ভক্তদের বাসার বাইরে বের হতে নিষেধ করেছিলেন ক্লপ। কিন্তু প্রথম জার্মান কোচ হিসেবে ইংলিশ লিগ জেতা ক্লপের অনুরোধ রাখেননি সমর্থকেরা। ক্লপ অবশ্য কথা দিয়েছেন, পরিস্থিতির উন্নয়ন হলে লিভারপুল অবশ্যই চ্যাম্পিয়ন প্যারেড করবে। ভক্তদের প্রতি ক্লপ বলেন, 'এই রাতটা আপনাদের জন্য। এটা অবিশ্বাস্য। তবে ঘরে থাকার অনুরোধ রইল। মন চাইলে বাসার সামনে যেতে পারেন। এর বেশি না। এটা আমরা একসঙ্গে করব এবং আপনাদের জন্য এ কাজটা করতে পারা হবে ভীষণ আনন্দের।'

বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এ কোচ লিভারপুলকে আরও শিরোপা জেতাতে চান। গত দুই তিন বছরে খেলোয়াড়েরা অবিশ্বাস্য কাজ করেছে। কোচ হিসেবে আমার জন্য তা ভীষণ আনন্দের। ওদের পায়ে এখনো কয়েক বছর ভালো খেলা আছে। কিন্তু আপাতত আমরা এই রাতটা শুধুই উপভোগ করব। সত্যি বলতে এটা আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু।'