Thank you for trying Sticky AMP!!

মেসির চেয়ে এমবাপ্পেকে আটকানো কঠিন!

প্রথম লেগে লিওঁর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসির বার্সেলোনা। ছবি: এএফপি
>শিরোনাম দেখে ভিরমি খাবেন না। এমনটা মানছেন খোদ ব্রাজিলের এক ডিফেন্ডার!

মার্সেলো— ব্রাজিলের একজন সেন্টারব্যাক। খেলেন ফরাসি ক্লাব লিওঁর হয়ে। বর্তমানে দলটার সহ-অধিনায়ক মার্সেলো গত মৌসুমে লিওঁর অধিনায়কত্বও করেছেন। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে খেলেছেন মেসির বার্সেলোনার সঙ্গে। ম্যাচে মেসিকে আটকানোর দায়িত্ব ছিল তাঁর। সফলভাবে সে দায়িত্ব পালন করে বলেছেন, মেসির চেয়ে পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে আটকে রাখা কঠিন।

লিওঁর মাঠ থেকে সেদিন গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। সদ্য চোট থেকে ফেরা মেসি সে ম্যাচে স্বরূপে ছিলেন না। গোল করতে পারেননি। মেসিকে গোল করা থেকে বিরত রেখে মার্সেলো তাই বেশ খুশি, ‘এই মৌসুমে বেশ কয়েকজন বিশ্বমানের প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি আমি। যেমন এমবাপ্পে, মেসি। এমবাপ্পেকে আটকাতে গিয়ে বেশ কষ্ট হয়েছিল আমার। আমাকে খাটিয়ে মেরেছে সে। এমবাপ্পের গতি, সঠিক জায়গায় থাকার প্রবণতা— এসব গুণাবলি বিশ্বমানের। সামনাসামনি এমবাপ্পেকে আটকানোটা তাই আমার কাছে মেসির চেয়েও কঠিন বলে মনে হয়েছে। গত দিন মেসি খুব সম্ভবত ফর্মে ছিল না। ওকে আটকাতে তাই কোন কষ্টই হয়নি আমার।’
এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ মার্সেলো মনে করেন একদিন মেসি-রোনালদোকে ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে, ‘বিশ্বসেরা হওয়ার অনেক সম্ভাবনা আছে এমবাপ্পের সামনে। নিজেকে মেসি রোনালদোর কাতারে নিয়ে যাওয়ার জন্য ওকে আরও বেশ কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। তবে সে অনেক তাড়াতাড়ি উন্নতি করছে। এটা স্বীকার করতেই হবে।’
এমবাপ্পের পিএসজিকে কিছুদিন আগেই ফরাসি লিগে ২-১ গোলে হারিয়েছে মার্সেলোর লিওঁ। তাই এমবাপ্পে সম্পর্কে মার্সেলোর ধারণা আছে ভালোই। দ্বিতীয় লেগে মেসি কি মার্সেলোর এই ধারণা ভাংতে পারবেন?
এপ্রিলের ১৩ তারিখে লিওঁর বিপক্ষে নিজেদের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নামবে বার্সেলোনা।