Thank you for trying Sticky AMP!!

মেসি যা কল্পনাও করতে পারেননি তাই হয়েছে

অনুশীলনের শুরুর দিকে এমন মাস্ক পরেই থাকতে হয়েছে মেসিদের। ছবি: ইনস্টাগ্রাম

জগতে এমন অনেক কিছুই ঘটে যা সে কখনো কল্পনাও করতে পারে না। এটা ঠিক যে লিওনেল মেসির জীবনেও এমন অনেক কিছুই ঘটেছে, যেটা তিনি হয়তো একদিন কল্পনাও করেননি। তবে ‌‌'ভিন গ্রহের' এই ফুটবলার সব কল্পনাও ছাপিয়ে গেছে এবার। এমনটা না হলেই অবশ্য খুশি হতেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার।

এবার করোনাভাইরাস মহামারিতে যেটা হয়েছে, ভয়ংকরতম দুঃস্বপ্নেও সেটা ভাবেননি মেসি। করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত পুরো বিশ্বে মারা গেছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। এত এত প্রাণ নিয়েও থেমে নেই মরণঘাতি এ ভাইরাস। এখনো থাবা বসিয়ে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। থমকে গেছে পুরো বিশ্বব। বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলা। পৃথিবীর এমন দুঃসময়ে প্রাণটা কেঁদে কেঁদে ওঠে মেসির।

এডিডাসের সঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‌'আমার মনে হয় না বিশ্ব এমন ভয়াবহ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে বলে কেউ ভাবতে পেরেছে। কেউ কেউ সতর্ক করেছিল যে, বিশ্বব্যাপী মহামারি ছড়িয়ে পড়তে পারে। কিন্তু সেটা এত ভয়াবহ হতে পারে তা আমি কল্পনাই করতে পারিনি।'

ফুটবল মাঠে কত প্রতিদ্বন্দ্বীকে নাকানিচুবানি খাইয়ে ছেড়েছেন মেসি। কিন্তু অতিক্ষু্দ্র করোনাভাইরাসের সঙ্গে লড়াই করাটা এত সহজ নয় বলেই মনে করেন মেসি, ‌'এত অনিশ্চয়তা নিয়ে কাজ করা বা বেঁচে থাকাটা কখনোই সহজ নয়। বিশেষ করে এমন অজানা একটি পরিস্থিতি মোকাবেলা করা তো আরও কঠিন।'

এসন অশান্ত পরিস্থিতিতে যে কারও জন্য মনোযোগ ধরে রাখা বেশ কঠিন—এমনটাই বলেছেন মেসি, ‌'আমরা সবাই এটাই ভাবছিলাম কবে আবার নিজেদের কাজে ফিরতে পারব। কবে অনুশীলন শুরু করব, কবেই বা মাঠে নামতে পারব। মাঠে নামলে যে কোনো ফুটবল খেলোয়াড়ের জন্যই মনোযোগ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ।'

জীবন নিয়ে ঘোরতর এই অনিশ্চয়তার মধ্যেই আবার মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা। একজন ফুটবলার হিসেবে কিছুটা হলেও এতে খুশি হওয়ার কথা মেসির। তবে সেটা যে খুব বেশি তিনি হতে পারছেন না সেটাই স্পষ্ট হয়েছে মেসির কথায়, ‌'দলের প্রস্তুতি আগের মতোই হচ্ছে। কিন্তু প্রত্যেককেই এভাবে প্রস্তুতি নিতে হবে যে ম্যাচ হতে যাচ্ছে দর্শকশূন্য মাঠে। এটা অদ্ভূত এক ব্যাপার, অনেকটাই ভুতূড়ে!'