Thank you for trying Sticky AMP!!

মৌসুম শেষেই জুভেন্টাসকে বিদায় বলে দেবেন বুফন

জুভেন্টাসে নিজের শেষ দেখে ফেললেন বুফন। ছবি: এএফপি
>জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিলেন জিয়ানলুইজি বুফন। ৪০ বছর বয়সী এই চিরসবুজ গোলরক্ষক শনিবার ‘জুভ’দের হয়ে শেষ ম্যাচটা খেলবেন। তবে অবসর নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি

পার্মা থেকে ২০০১ সালে তাঁকে ৫২ মিলিয়ন ইউরোয় কিনেছিল জুভেন্টাস। গোলরক্ষকদের মধ্যে এটাই ট্রান্সফারের বিশ্ব রেকর্ড। ১৭ বছর পর জিয়ানলুইজি বুফন যখন জুভেন্টাস ছাড়ছেন, রেকর্ডটা তখনো অমলিন।

ঠিকই পড়েছেন। জুভেন্টাস ছাড়ার ঘোষণাই দিয়েছেন বুফন। শনিবার ভেরোনার বিপক্ষে সিরি আ-তে শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই ম্যাচ দিয়েই ‘তুরিনের ওল্ড লেডি’দের সঙ্গে দেড় দশকের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করবেন বুফন। তবে হাতের গ্লাভস জোড়া এখনই খুলে রাখছেন না। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় নেবেন।

জুভেন্টাস ছেড়ে যাওয়া প্রসঙ্গে বুফন বলেন, ‘শনিবার জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচটা খেলব। একটি রোমাঞ্চকর অভিযাত্রার সমাপ্তি টানার এটাই সেরা উপায়।’ ভেরোনার বিপক্ষে এই ম্যাচটা শেষে ‘স্কুদেত্তো’ জয়ের উৎসব করবে জুভেন্টাস। সেই উৎসবে বুফন যে মধ্যমণি হবেন, তা বলাই বাহুল্য।

চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাস ছিটকে পড়ার পর ইতালির চিরসবুজ এই গোলরক্ষক অবসরের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু ‘আকর্ষণীয় কিছু প্রস্তাব’ তাঁকে অবসরের সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে। বুফন নিজেই বলেছেন, ‘কিছুদিন আগপর্যন্তও জানতাম খেলা ছেড়ে দেব। কিন্তু এখন সামনে কিছু আকর্ষণীয় প্রস্তাব রয়েছে।’

বিবিসি জানিয়েছে, মাঠ ও মাঠের বাইরের দায়িত্ব নেওয়ার কয়েকটি প্রস্তাব পেয়েছেন বুফন। অর্থাৎ সম্ভবত অন্য কোনো ক্লাবের গোলরক্ষক কিংবা কোচিংয়েও নেমে পড়তে পারেন। তবে ‘জুভ’দের হয়ে ১১ বার সিরি ‘আ’ জয়ী বুফন জানিয়েছেন, অন্য কোনো ইতালিয়ান ক্লাবে যোগ দেবেন না তিনি।

জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেল্লিও বুফনের যেকোনো সিদ্ধান্তের সঙ্গেই আছেন। অ্যাগনেল্লির উক্তি, ‘সে যে সিদ্ধান্তই নিক না কেন, আমার পূর্ণ সমর্থন পাবে। মাঠে ও মাঠের বাইরে সে অনেক প্রস্তাব পেয়েছে।’