Thank you for trying Sticky AMP!!

রিয়াল মাদ্রিদে করোনা, গৃহবন্দী সব খেলোয়াড়

গতকালও রিয়াল মাদ্রিদ অনুশীলন করেছিল। আজ আর মাঠে নামা হয়নি তাদের। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

স্পেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বিপদের মুখে আছে মাদ্রিদ অঞ্চল। আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ৩১ জন এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। পুরো স্পেনে মৃতের সংখ্যা আজ পর্যন্ত ৫৫। এ অবস্থায় স্পেনের শীর্ষ দুই স্তর বাদে বাকি পর্যায়ে ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। এর মধ্যেই আতঙ্কজাগানো আরেকটি খবর এল। খোদ রিয়াল মাদ্রিদেই একজন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

আগামীকাল ঘরের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচ রিয়াল মাদ্রিদের। করোনা–আতঙ্কে ম্যাচটি দর্শকশূন্য মাঠে হওয়ার কথা ছিল। আজ ম্যাচপূর্ব অনুশীলনে নামারও কথা ছিল। এমন অবস্থায় আজ রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের করোনা ধরা পড়েছে। ক্লাবের অনুশীলন মাঠের সুযোগ-সুবিধা ফুটবল ও বাস্কেটবল দল একসঙ্গে ব্যবহার করে। ফলে এ ঘটনার পর দুই খেলার খেলোয়াড়দেরই কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।

এইবারের বিপক্ষে আগামীকাল রিয়ালের ম্যাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। একে তো নিজেদের সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, ওদিকে ইউরোপে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফুটবল খেলা চালিয়ে যাওয়ার মতো বিলাসিতা দেখানো ঠিক হবে কি না, সে আলোচনা চলছে। এ অবস্থায় লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচগুলো ভবিষ্যৎ আজই জানা যাবে। তবে রিয়াল-এইবার ম্যাচের ভাগ্য যে আপাতত ঝুলে পড়ছে, তা নিশ্চিত।

ইউরোপজুড়ে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ইতালিতে ফুটবল লিগ ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে জুভেন্টাসের এক ডিফেন্ডার করোনায় আক্রান্ত হয়েছেন। ইউরোপা লিগে আজ ইতালির দুই ক্লাবের ম্যাচ হচ্ছে না। রোমাকে বহন করা উড়োজাহাজকে স্পেনে নামার অনুমতি দেওয়া হচ্ছে না, তাই সেভিয়ার বিপক্ষে খেলবে না তারা। ওদিকে গেতাফে ইতালিতে গিয়ে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।