Thank you for trying Sticky AMP!!

রেকর্ড একটুও ভয় দেখাচ্ছে না জার্মানদের

আজ যদি মেক্সিকো জেতে আর জার্মানি হারে, বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হবে। ইউরোপের সর্বশেষ তিন চ্যাম্পিয়নেরই একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে। তবে এরা জার্মান। স্নায়ু তাদের সহজে কাবু করে না। সুইডেন যতই বাগাড়ম্বর করুক, রেকর্ড-পরিসংখ্যান কিন্তু একটুও ভয় দেখাচ্ছে না জার্মানদের। ১৯৭৮ সালের পর জার্মানিকে হারাতেই পারেনি সুইডেন। আর বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সুইডেনের একমাত্র জয় সেই ১৯৫৮ সালে। সেমিফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক সুইডিশরা। তবে আশার কথা, দিন এখন অনেক বদলেছে। একতরফা লড়াই কিছুটা হলেও বদলে যাওয়ার সাক্ষী দুই দলের সর্বশেষ দ্বৈরথ। ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে দুই লেগে মিলিয়ে গোল হয়েছিল ১৬টি। বার্লিনে ৪-৪ ড্র গোলে, এরপর সোলনায় জার্মানি জেতে ৫-৩ গোলে। জার্মানিকে ছেড়ে কথা কয়নি সুইডেন। 

জার্মানির বিপক্ষে সুইডেনের রেকর্ড খুব একটা ভালো নয়। তবে এবারের বিশ্বকাপে চমকও তো কম নেই! ছবি: রয়টার্স

জার্মানি-সুইডেন মুখোমুখি পরিসংখ্যান

 

ম্যাচ

জার্মানি

সুইডেন

ড্র

মোট

৩৬

১৫

১২

বিশ্বকাপে

গোল

৭০

৬০

 

র‌্যাঙ্কিং

২৪

 

১৯৭৮ সালের পর জার্মানিকে হারাতে পারেনি সুইডেন। এরপর ১১ ম্যাচের ৬টিতে জিতেছে জার্মানি

এবারই প্রথম বিশ্বকাপের গ্রুপপর্বে মুখোমুখি জার্মানি-সুইডেন

সর্বশেষ দেখা ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে। দুই লেগে মিলিয়ে গোল হয়েছিল ১৬টি। বার্লিনে ৪-৪ ড্র গোলে, এরপর সোলনায় জার্মানি জেতে ৫-৩ গোলে

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সুইডেনের একমাত্র জয়টি ১৯৫৮ সালে। সেমিফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক সুইডিশরা

বিশ্বকাপে যে দুবার আগেরবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে সুইডেন, দুবারই জিতেছে। ১৯৫০ সালে ইতালি ও ১৯৫৮ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে

জার্মানি বিশ্বকাপে সর্বশেষ টানা দুই ম্যাচ হেরেছে ১৯৫৮ সালে, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে

১৯৫৮ সালের পর আর কখনোই বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয় পায়নি সুইডেন

১৯৩৮ সালের পর বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাদ পড়েনি জার্মানি