Thank you for trying Sticky AMP!!

রোনালদোদের বিশ্বকাপ দলে জায়গা পাননি রেনাতো সানচেজ

এবার পর্তুগাল দলে নেই ইউরো ২০১৬ চমক। ফাইল ছবি
ইউরো ২০১৬-তে চমক হয়ে এসেছিলেন রেনাতো সানচেজ। কিন্তু পর্তুগালের হয়ে এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না তাঁর।


২০১৬ ইউরোতে চমকে দিয়েছিল পর্তুগাল। জিতে নিয়েছিল সেবারের ট্রফি। আর সেই আসরের চমক ছিলেন তখনকার ১৮ বছর বয়সী এক মিডফিল্ডার। রেনাতো সানচেজ ইউরোর সেরা তরুণ খেলোয়াড়ও হয়েছিলেন। কিন্তু দুই বছরের মধ্যে স্বপ্নভঙ্গ হলো তাঁর। পর্তুগালের ৩৫ জনের প্রাথমিক দলেও জায়গা করে নিতে পারেননি এই মিডফিল্ডার।

দোষটা সানচেজেরই। ইউরো সাফল্যের পরপরই বড় ক্লাবগুলোর নজরে পড়েছিলেন। বায়ার্ন মিউনিখ দলেও টানে তাঁকে বেনফিকা থেকে। খরচ করে ৩৫ মিলিয়ন ইউরো। বোনাসসহ যে অঙ্কটা ৮০ মিলিয়নে গিয়ে পৌঁছাত। কিন্তু জার্মানিতে ১৭ ম্যাচ খেলেই বুঝে যান, এখানে আর জায়গা পাওয়া হচ্ছে না। এরপর ধারে খেলতে পাঠিয়ে দেওয়া হয় ইংলিশ ফুটবলে। কিন্তু সোয়ানসি সিটির হয়েও আলো ছড়াতে পারেননি।

দুই বছরে নিজেকে আরও পরিণত করে আরেক উচ্চতায় যাওয়ার কথা ছিল, কিন্তু এবারের বিশ্বকাপ এখন এই ২০ বছর বয়সীকে দেখতে হবে টিভিতে। শিগগিরই পর্তুগাল কোচ সান্তোস চূড়ান্ত দল ঘোষণা করে দেবেন। প্রাথমিক দল থেকে বাদ পড়তে হবে ১২ জনকে।


পর্তুগালের বিশ্বকাপ দল
গোলরক্ষক : লোপেজ, বেতো, রুই প্যাত্রিসিও
ডিফেন্ডার : আনতুনেস, ব্রুনো আলভেস, সেদ্রিক সোয়ারেস, জোয়াও কানসেলো, হোসে ফন্তে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্দো পেরেইরা, রোলানদো, রুবেন দিয়াস
মিডফিল্ডার : আদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমজ, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেস, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, উইলিয়াম কারভালহো
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, এদের, জেলসন মার্টিনস, গনকালো গুয়েদেস, নানি, পাউলিনহো, রিকার্দো কুরেজমা, রনি লোপেজ