Thank you for trying Sticky AMP!!

শাস্তি এড়াতে পারলেন না রোনালদো

এই উদ্‌যাপনের কারণে শাস্তি মিলেছে রোনালদোর। ফাইল ছবি

১২ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে অশালীন ভঙ্গি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফার ওয়েবসাইট জানিয়েছিল জুভেন্টাস ফরোয়ার্ডের শাস্তি ২১ মার্চ তদন্ত শেষে জানানো হবে। তদন্ত শেষ হয়েছে, শাস্তিও মিলেছে। ২০ হাজার ইউরো জরিমানা দিতে হবে তাঁকে।

ঘটনার শুরু হয়েছিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। জুভেন্টাসের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে প্রথম গোলের পর নিজেদের দর্শকের দিকেই অশালীন ইঙ্গিত করে নিজেদের শৌর্যবীর্যের কথা জানিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে। এ জন্য পরে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি। পরের লেগে হ্যাটট্রিক করে দল জিতিয়ে জবাব দিয়েছেন রোনালদো। সে সঙ্গে সেই একই ভঙ্গিতে উদ্‌যাপনও করেছেন। দুজনের শাস্তিও একই হয়েছে, ২০ হাজার ইউরো জরিমানা দিতে হচ্ছে তাঁদের।

রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলা নীতির ধারা ১১(২) (বি) ও ১১(২) (ডি) ভাঙার অভিযোগ করা হয়েছিল। আর্টিকেল ১১তে ফুটবল মাঠে আচরণবিধি আলোচনা করা হয়েছে। সেখানে উপধারা ২(বি) তে অন্যকে অপমান করা হয় এমন আচরণ ও শালীনতার নীতি ভাঙে এমন আচরণের কথা আলোচনা করা হয়েছে। উপধারা ২(ডি) তে বলা হয়েছে, খেলা হিসেবে ফুটবল ও উয়েফাকে নিন্দিত করে এমন আচরণের শাস্তির কথা। এদিক থেকে রোনালদোর বিরুদ্ধে ‘আগ্রাসী আচরণ যা ভদ্র আচরণের নীতিকে ভঙ্গ করা’ ও ‘ফুটবল ও উয়েফার মর্যাদাহানি’র অভিযোগ তোলা হয়েছিল।