Thank you for trying Sticky AMP!!

শীর্ষে বেলজিয়াম, পিছিয়ে গেল ফ্রান্স

গত মাসে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম। ফ্রান্সকে সরিয়ে এবার এককভাবে শীর্ষে এডেন হ্যাজার্ড-ভিনসেন্ট কম্পানিরা। এর আগে মাত্র একবারই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল বেলজিয়াম, ২০১৫ সালের নভেম্বরে।

গতকাল সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আমেরিকার দুটি দলই শুধু আছে সেরা দশে—ব্রাজিল তিন নম্বরে, ছয়ে উরুগুয়ে। এই দুই দলের মাঝে অবস্থান ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের। সাত থেকে দশে পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। সবচেয়ে বড় লাফটা দিয়েছে জিব্রাল্টার। ২০০৬ সালে ফিফার সদস্য হওয়া জিব্রাল্টার ৮ ধাপ উঠে দাঁড়িয়েছে ১৯০তম স্থানে। গত মাসে উয়েফা নেশনস লিগে আর্মেনিয়া ও লিখটেনস্টাইনকে হারিয়েছে তারা।

গত মাসে তিনটি ম্যাচ খেলে দুটি হেরে যাওয়ায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গেছে ১৯৪তম স্থানে।