Thank you for trying Sticky AMP!!

ফুটবলারের সন্তানকে করোনার অভিশাপ

ট্রয় ডিনির পুত্র মাইলস। ছবি: ডিনি ইনস্টাগ্রাম

মাঠে ফেরার অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ। যুক্তরাজ্যে এখনো করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মাঝেই ফুটবল ফেরানোর পরিকল্পনা করছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ঝুঁকির মাঝে ফুটবল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়াটফোর্ড অধিনায়ক ট্রয় ডিনি। এ কারণে তাঁর সন্তানের অমঙ্গল কামনা করেছেন কিছু সমর্থক! অভিশাপ দেওয়া সেই সমর্থক কারা ? এই বিষয়ে ওয়াটফোর্ড সমর্থকদের দিকে ইঙ্গিত করা হলেও সরাসরি কিছু জানাননি ডিনি।


গত সপ্তাহেই অনুশীলনে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ক্লাব। প্রাথমিক এই ধাপে শারীরিক স্পর্শ এড়িয়ে সবাই অনুশীলন করছেন। কিন্তু অনুশীলনে ফিরে নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলতে রাজি নন ট্রয় ডিনির মতো বেশ কিছু ফুটবলার। তাঁরা তাই বেতন কাটা হতে পারে জেনেও অনুশীলন করা থেকে বিরত আছেন। ডিনি যেমন মাত্র পাঁচ মাসের পুত্রকে নিয়ে চিন্তিত, তাই অনুশীলনে যাননি।


ডিনির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই যেন অনুশীলন শুরু হওয়ার আগেই জানা গেছে ওয়াটফোর্ডের এক ফুটবলার ও দুই কর্মী করোনা পজিটিভ! এতে অধিনায়কের সিদ্ধান্ত প্রশংসা পাচ্ছে। কিন্তু ডিনি জানাচ্ছেন খেলতে রাজি না হওয়ায় তাঁকে মানসিকভাবে অত্যাচার করার ঘটনাও ঘটছে। সিএনএন স্পোর্টসকে বলেছেন, 'আমার ছেলেকে নিয়েও কথা বলেছে তারা। কেউ কেউ বলেছে, “আশা করি, তোমার ছেলের করোনা হবে!” এটাই সবচেয়ে কষ্টের ব্যাপার। এমন এক মন্তব্যের জবাব দেওয়া মানেই মানুষ ভাববে, “আমরা ওকে কাবু করেতে পেরেছি।” এবং তারা এটা করতেই থাকবে।'


করোনাভাইরাস সংক্রমণের ফলে মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বজুড়ে এই বিষয়ে নজর দিতে বলা হচ্ছে। কিন্তু চারদিক থেকে যেভাবে নিপীড়ন চলছে তাতে ডিনির ধারণা, পরিস্থিতি আরও খারাপ হবে, 'এটা এমন এক সময় যখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছে সবাই। বলছে, “কথা বলো, মনের ভেতর কিছু রেখ না, বলে ফেল।” ড্যানি রোজ (নিউক্যাসল) কথা বলল, আমি বললাম এবং আমাদের ওপর সবাই হামলে পড়েছে।'

এতে যে পরিবারের সদস্যরাও হুমকির মুখে পড়েছেন সেটাও জানিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড, 'মানুষ আমাদের সঙ্গে এমন আচরণ হয়েছে শুনলেই অবাক হয়। কিন্তু আমরাই শুধু এর ভুক্তভোগী নই। আমার স্ত্রীকেও সরাসরি মেসেজ দেওয়া হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষও ভাব দেখায় , “আমি কাজে যাচ্ছি, তুমিও যাও।”'