Thank you for trying Sticky AMP!!

স্প্যানিশ ফুটবল ইতিহাসে যে কীর্তিতে প্রথম মেসি

নিজের প্রথম গোলের পর আর্তুরো ভিদালের সঙ্গে মেসির উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
>

স্প্যানিশ কাপের শেষ ষোলোতে কাল নিজেদের মাঠে লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এ জয়টি বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম। স্প্যানিশ ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এত বেশি জয় পাননি

সেই ২০০৪ সালে অভিষেক। এরপর আলো ঝলমলে ক্যারিয়ারে সব মিলিয়ে বার্সেলোনার জার্সিতে মাঠে নেমেছেন ৭১০ বার, যার মধ্যে একাদশে ছিলেন ৬২৮টি ম্যাচে। গোল করেছেন ৬২২টি, করিয়েছেন ২৪৪টি। সংখ্যা গুলোই বলে, বার্সার জার্সিতে লিওনেল মেসির ক্যারিয়ারটা খুব একটা খারাপ কাটেনি!

শত শত গোলের পাশাপাশি কত রেকর্ডই তো বার্সার জার্সিতে গড়েছেন সোনাঝরা এই ১৬ বছরে। ৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আরেকটি রেকর্ড গড়েছেন কালও। স্প্যানিশ কাপের শেষ ষোলোতে কাল নিজেদের মাঠে লেগানেসকে ৫-০ গোলে হারিয়েছে বার্সা। যে জয়টি বার্সা ক্যারিয়ারে মেসির ৫০০ তম! স্প্যানিশ ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এত ম্যাচ জিতেননি।

রেকর্ড গড়া জয়ের ম্যাচটা কী দারুণভাবেই না রাঙিয়েছেন মেসি! দুটি গোল করেছেন, একটি করিয়েছেন। ‘পুঁচকে’ লেগানেসের বিপক্ষে বার্সা সহজ জয় পাবে, তা তো অনুমিতই ছিল। ৪ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে শুরু কাতালানদের গোল উৎসব, ২৭ মিনিটে মেসির কর্নারে হেড করে দ্বিতীয় গোল ক্লেমঁ লংলের। দ্বিতীয়ার্ধে ৫৯ ও ৮৯ মিনিটে মেসির দুই গোলের মাঝে ‘স্যান্ডউইচ’ হয়ে আছে ৭৭ মিনিটে আর্থুর মেলোর গোল।

বার্সেলোনার হয়ে তো বটেই, স্প্যানিশ ফুটবলেও কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে জাভি হার্নান্দেজকে (৪৮২ জয়) পেরিয়ে মেসি শীর্ষে উঠেছেন আরও আগেই। কাল ছুঁয়েছেন ৫০০-র মাইলফলক। বার্সার হয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে মেসি ও জাভির পর তৃতীয় স্থানে আন্দ্রেস ইনিয়েস্তা (৪৫৯)। স্প্যানিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে ইনিয়েস্তা অবশ্য চতুর্থ। সেখানে তৃতীয় স্থানটা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াসের (৪৬৩)। তালিকার পাঁচে অ্যাথলেটিক বিলবাও ও বার্সেলোনার কিংবদন্তি গোলকিপার আন্দোনি জুবিজারেতা (৪৪৪), ছয় নম্বরে বর্তমান রিয়াল অধিনায়ক সার্জিও রামোস (৪৩৯)।