Thank you for trying Sticky AMP!!

২০২০-এর কোপাও ২০২১-এ

এক বছর পিছিয়ে গেল লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ছবি: এএফপি
>করোনায় সব খেলা বন্ধ। পিছিয়ে গেছে ইউরো চ্যাম্পিয়নশিপ লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকাও সে পথেই হেঁটেছে

এ বছর জুনে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে আয়োজন করার কথা কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের। করোনাভাইরাস আতঙ্কে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর স্থগিত করা হয়েছে। এটি ২০২১ সালের জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লাতিন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। বিষয়টি নিশ্চিত করেছেন কনমেবল সভাপতি আলহান্দ্রো ডোমেনগুয়েজ।
করোনার কারণে এরই মধ্যে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ। সেটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের জুন-জুলাইয়ে।

কোপায় নির্দিষ্ট গ্রুপিংয়েই হবে টুর্নামেন্ট। ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে কোপার শিরোপার জন্য। প্রতি গ্রুপে জায়গা পেয়েছে ছয়টি করে দল। কোপায় এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার আর অস্ট্রেলিয়া খেলছে আমন্ত্রিত হিসেবে।

কোপার চূড়ান্ত করা দুই গ্রুপ—
গ্রুপ এ:
আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ বি: ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু, কাতার