Thank you for trying Sticky AMP!!

৩ অক্টোবর বাফুফে নির্বাচন

করোনা-সংকটের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ৩ অক্টোবর নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য ভেন্যু সোনারগাঁ হোটেল। এর আগে ২০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়ে যায়। অবশেষে করোনা সমস্যা দূর হওয়ার আগেই নির্বাচনের সূচি ঘোষণা করল বাফুফের বর্তমান কমিটি। এই কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত ফিফার অনুমতি নিয়ে দায়িত্ব চালিয়ে যাচ্ছে।

নির্বাহী কমিটির সভা শেষে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘৩ অক্টোবর বাফুফের নির্বাচন করব আমরা। এই বিষয়ে আমরা ফিফা, এএফসি ও সরকারকে অবহিত করব।’ এবারের নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলর। কাউন্সিলর নির্বাচন নিয়ে অনেক অভিযোগ উঠলেও তা পরিবর্তন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সালাম মুর্শেদী।