Thank you for trying Sticky AMP!!

'ইউরোপ-সেরা' ইভিচ

গত মাসে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জেতায় অনন্য এক রেকর্ড হয়ে গেছে কার্লো আনচেলত্তির। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিই জেতা প্রথম কোচ ইতালিয়ান আনচেলত্তি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জয়ের আগে ২০০৩-০৪ মৌসুমে এসি মিলানের হয়ে জিতেছিলেন সিরি ‘আ’। চেলসি ও পিএসজির হয়ে ২০০৯-১০ ও ২০১২-১৩ মৌসুমে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। আনচেলত্তি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটি জেতা একমাত্র কোচ হলেও ইউরোপে তাঁর চেয়ে বেশি লিগ জেতা কোচও আছেন! পাঁচটি দেশের লিগ জিতেছেন ক্রোয়াট কোচ তোমিস্লাভ ইভিচ। সত্তরের দশকে তিনবার যুগোস্লাভিয়ার শীর্ষ লিগ জেতা ইভিচ পরে জিতেছেন হল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল ও ফ্রান্সের শীর্ষ লিগও।
কমপক্ষে চারটি ইউরোপীয় দেশের লিগ জেতা কোচরা

তোমিস্লাভ ইভিচ
যুগোস্লাভিয়া, হল্যান্ড, বেলজিয়াম,
পর্তুগাল, ফ্রান্স

কার্লো আনচেলত্তি
ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি

হোসে মরিনহো
পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি, স্পেন

আর্নস্ট হ্যাপেল
হল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া

জিওভান্নি ত্রাপাত্তোনি
ইতালি, জার্মানি, পর্তুগাল, অস্ট্রিয়া