Thank you for trying Sticky AMP!!

'বার্সায় ফেরার কোনো সম্ভাবনা নেই নেইমারের!'

>
নেইমার ফিরে আসবেন? জাভি মনে করেন না সেটা। ছবি: রয়টার্স

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, বার্সেলোনায় ফিরে আসতে পারেন নেইমার। পিএসজিতে মন বসছে না তাঁর। কিন্তু সাবেক বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ নেইমারের ফেরার বিষয়টি রীতিমতো উড়িয়েই দিলেন !

গতকালই শোনা গিয়েছিল, বার্সেলোনার পরিচালক পেপ সেগুরা বলেছেন, দলের প্রয়োজনে যদি নেইমারকে আনতে হয়, তবে পিএসজি থেকে সেই নেইমারকে আবারও নিয়ে আসবেন তাঁরা, ‘আমরা বিশ্বাস করি ওই অপমানের পরও (নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটি), যদি নেইমারকেই দলের দরকার হয়, তবে তাঁকেই আনা হবে।’

এই উক্তির পর নেইমারকে নিয়ে গুঞ্জন ভালোই ডালপালা মেলেছে। মেসিসহ বার্সার অনেক খেলোয়াড়ই নেইমারকে আবারও সতীর্থ হিসেবে পেতে চান—এমন কথাও শোনা গেছে ভালো করেই। কিন্তু বার্সারই সাবেক তারকা জাভি হার্নান্দেজ মনে করেন নেইমারের ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনা একেবারেই ‘শূন্য’।

নেইমারের সঙ্গে খেলেছেন জাভিও। তিনি ভালো করেই জানেন খেলোয়াড় হিসেবে নেইমারের সামর্থ্য কতটুকু। তবুও তিনি মনে করেন না যে নেইমারকে আবার ফেরত আনা যাবে বা হবে, ‘না, আমার কোনোভাবেই মনে হয় না যে নেইমারকে ফেরত আনা হবে। সে কীভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিল, সেটা আমরা সবাই জানি। আমি ফুটবলের চলমান খবরাখবর রাখি। সবকিছু জেনেই আমি বলছি, নেইমারের বার্সেলোনায় ফেরত আসার সম্ভাবনা একেবারেই নেই।’

তবে নতুন খবর শোনা গেছে, চলমান আন্তর্জাতিক বিরতিতে নেইমার বার্সেলোনার দলবদলবিষয়ক উপদেষ্টা আন্দ্রে কুরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পিএসজিতে চলে যাওয়ার পরেও যখনই সুযোগ পেয়েছেন বার্সেলোনা শহরে এসে পুরোনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন। বন্ধুদের মধ্যে কারও কারও সঙ্গে বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন ব্রাজিলীয় তারকা।

বার্সেলোনারও তাঁকে ফিরে পেতে আপত্তি নেই। পিএসজির কাছ থেকে নেইমার বেশ আগেই অনুমতি নিয়ে রেখেছেন, ২০১৯ মৌসুমে (অর্থাৎ সেই দলবদলের ২ বছর পর) কেউ যদি ২২২ মিলিয়ন ইউরো নিয়ে হাজির হয়, তাহলে পিএসজি তাঁকে দল বদলাতে দেবে। এত দিন জানা গেছে, রিয়াল মাদ্রিদ এ সুযোগ নিতে চায়। এখন জানা যাচ্ছে, ক্লাবের আধিপত্য বিস্তার নিশ্চিত করতে বার্সারও এই অর্থ খরচ করতে অনীহা নেই। তারা তো (বার্সা) নেইমারের অভাব এখনো পূরণ করতে পারেনি। নেইমারের বিদায়ের পর আক্রমণভাগে ওসমানে দেম্বেলে, ফিলিপ কুতিনহো ও ম্যালকমের মতো খেলোয়াড়েরা এসেছেন। কুতিনহো মাঝমাঠে আলো ছড়ালেও ১০৫ মিলিয়নের দেম্বেলে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও অনিয়মের কারণে কোচের চিন্তা বাড়িয়েই যাচ্ছেন। ম্যালকম এখনো কোচের আস্থা অর্জন করতে পারেননি। বার্সেলোনার তাই নেইমারের শরণাপন্ন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার উপায় নেই। বার্সা মিডফিল্ডার কার্লোস অ্যালেনা যেমন স্বীকার করলেন নেইমারকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার কথা, ‘দিন শেষে নেইমার বিশ্বসেরাদের একজন এবং সে যদি ফিরতে চায়, কেউই বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু এ ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। ওকে ফিরে পেলে আমাদের খুব ভালো লাগবে। সে অসাধারণ খেলোয়াড়, অনন্য প্রতিভার অধিকারী। সে এলে বার্সেলোনা ও আমাদের সবারই উন্নতি হবে।’

অ্যালেনার সঙ্গে নেইমারের সামর্থ্যের ব্যাপারে গলা মিলিয়েছেন জাভিও,  ‘সে অনেক প্রতিভাবান। সে যদি পরিশ্রম করতে থাকে, তবে একদিন মেসি-রোনালদোর পর্যায়ে যেতে পারবে। ফুটবলে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সামর্থ্য রাখে সে।’