Thank you for trying Sticky AMP!!

বিশ্বকাপ ট্রফি

শতবর্ষী বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে-উরুগুয়ে

মোটেই চমক নয়। বরং এমন গুঞ্জন গত ৭-৮ বছর ধরেই ছিল। ২০১৬ সালেই আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট মরিসিও মাকরি উরুগুয়েকে সঙ্গে নিয়ে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন।

পরে তাদের সঙ্গে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আবেদন করেছে দক্ষিণ আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

Also Read: কাতার বিশ্বকাপে আক্ষেপও আছে মেসির

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) মঙ্গলবার এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে কনমেবল সভাপতি দোমিনিগেস বলেছেন, ‘ ২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদ্‌যাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।’

সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল কাতারে

প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, ১৯৩০ সালে। সেটির যোগসূত্রেই যৌথভাবে বিশ্বকাপের এক শ বছর পূর্তির আসরটি আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ। এই চার দেশের মধ্যে প্যারাগুয়ের বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা নেই। আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি ১৯৬২ সালে।

Also Read: ২৭ ফেব্রুয়ারি ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস

২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হতে এই চার দেশকে লড়াই করতে হবে ইউরোপের স্পেন ও পর্তুগালের সঙ্গে। ইউরোপের এ দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আগেই। মরক্কো ও সৌদি আরবও যে এই লড়াইয়ে যোগ দিতে যাচ্ছে সেটাও অনেকটা নিশ্চিত। ২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।

সর্বশেষ ২০১৪ সালে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল। আয়োজক ছিল ব্রাজিল।