Thank you for trying Sticky AMP!!

কলকাতায় বাংলাদেশের মননের সাফল্য

বাংলাদেশের খুদে দাবাড়ু মনন রেজা। ছবি-বাংলাদেশ দাবা ফেডারেশন

বাংলাদেশের দাবার ভবিষ্যৎ মনন রেজা আরও একধাপ এগিয়েছে। কলকাতায় আজ শেষ হওয়া দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় রানারআপ হয়েছে সে। তার চেয়ে বেশি রেটেড এমনকি আন্তর্জাতিক মাস্টারও খেলেছে এই টুর্নামেন্টে। মনন ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়েছে। সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের কাজী জারিন তাসনিম ১৭তম এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ২১তম। মনন, জারিন ও নোশিন ঢাকার এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ছাত্র-ছাত্রী। আজ টেলিগ্রাফ দাবার শেষ রাউন্ড মনন ভারতের প্রত্যয় চৌধুরীকে, জারিন ভারতের শ্রেষ্ঠা মহাপাত্রকে ও নোশিন ভারতের সাগনিক সাহাকে হারিয়েছে। ৬ দিনের এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপালের ৪৬৬ জন খেলোয়াড় অংশ নিয়েছে। মনন কমনওয়েলথ বয়সভিত্তিক দাবায় সোনা জিতে নিজেকে চেনাতে শুরু করে। এশিয়ান স্কুল টুর্নামেন্টে সোনা জিতে ক্যান্ডিডেট মাস্টার হয় সাড়ে ৯ বছরের খুদে এই দাবাড়ু।