Thank you for trying Sticky AMP!!

চমৎকার আতশবাজিতে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান

ছবিতে ছবিতে টোকিও অলিম্পিকের উদ্বোধন

আজ ২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল টোকিও অলিম্পিকের। ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন চলবে ৮ আগস্ট পর্যন্ত। করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে দেওয়ার পরও অলিম্পিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছিল না। তবে সব বাধা-অনিশ্চয়তা দূর করেই শুরু হলো অলিম্পিক।

চমৎকার আতশবাজিতে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান।

পারফরমারদের কাছ থেকে এমন দারুণ কিছুই দেখা গেছে আজ।

কাঠের রিং দিয়ে অলিম্পিক রিং সৃষ্টি করেছেন পারফরমাররা।

স্টেডিয়ামের বাইরে চলছে অলিম্পিক বন্ধ করার আন্দোলন।

মার্চপাস্টে সৌদি আরবের অ্যাথলেটরা।

এমন জমকালো পোশাক পরেই এসেছিলেন ক্যামেরুনের অ্যাথলেটরা।

৬৮ হাজার আসনের প্রায় পুরোটাই এভাবে খালি পড়ে ছিল।

নিজেদের সংস্কৃতিকে তুলে ধরছেন লেসোথোর অ্যাথলেটরা।

মার্চপাস্টে বাংলাদেশ দল।

মার্চপাস্ট শেষ, স্টেডিয়ামের মধ্যে শুয়ে-বসে আয়েশ করছেন অ্যাথলেটরা।

দারুণ দৃষ্টিনন্দন সব প্রদর্শনী ছিল উদ্বোধনী অনুষ্ঠানে।

এভাবেই সব ইভেন্টের নাম জানিয়েছেন পারফরমাররা।

অলিম্পিকের উদ্বোধন করছেন জাপানের সম্রাট নারুহিতো।

নিজেদের মার্চ শেষে স্টেডিয়ামের ভেতরেই শুয়ে পড়েছেন কেউ কেউ।

অলিম্পিকের উদ্বোধনের সময় নিজেদের সংস্কৃতি তুলে ধরেছে জাপান।

অলিম্পিক মশাল হাতবদল হচ্ছে।

টেনিস তারকা নাওমি ওসাকার হাতে তুলে দেওয়া হলো অলিম্পিক মশাল।

অলিম্পিক মশাল জ্বালিয়ে দিলেন নাওমি ওসাকা।

উদ্বোধনী অনুষ্ঠানের ইতি টানা হয়েছে আতশবাজির মাধ্যমে।