Thank you for trying Sticky AMP!!

কলকাতায় জিততেই গেছেন রবসন

‌‌‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কলকাতায় এসেছি আমরা’

এএফসি কাপ খেলতে কলকাতায় অবস্থান করছে বসুন্ধরা কিংস। গ্রুপ ‘ডি’তে বাংলাদেশ চ্যাম্পিয়নদের সঙ্গে আছে ভারতের আইএসএলের দল এটিকে মোহনবাগান, আই লিগের গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট। আগামীকাল শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই টুর্নামেন্ট নিয়ে প্রথম আলোর সঙ্গে একান্তে কথা বলেছেন কিংসের অধিনায়ক ও দলের প্রাণভোমরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন ডি সিলভা।

প্রশ্ন

আগামীকাল মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এএফসি কাপ মিশন। টুর্নামেন্টে আপনার প্রত্যাশা কী?

রবসন রবিনহো: এএফসি কাপ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা সব সময়ের জন্যই কঠিন একটা ব্যাপার। ম্যাচগুলো নিয়ে আমরা আশাবাদী। মাজিয়া স্পোর্টসের বিপক্ষে কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। গতবার তাদের বিপক্ষে জিতলেও (২-০ গোলে) এবার জিততে হলে নিজেদের সর্বোচ্চটার বেশি দিয়ে খেলতে হবে আমাদের। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কলকাতায় এসেছি আমরা।

বাংলাদেশে অনেকগুলো শক্তিশালী দল আছে, যাদের বিপক্ষে খেলা খুব কঠিন। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ এএফসি কাপেও আমরা খুব ভালো খেলেছি। এবারও ম্যাচগুলোতে ভালো লড়াই হবে।
রবসন দা সিলভা, অধিনায়ক বসুন্ধরা কিংস
প্রশ্ন

প্রতিপক্ষ তিন দলের মধ্যে কোন দলকে তুলনামূলক বেশি শক্তিশালী মনে হচ্ছে?

রবসন: প্রতিপক্ষ প্রতিটি দলই এখন দারুণ অবস্থানে আছে। তারা সেরা বলেই এএফসি কাপে খেলার সুযোগ পেয়েছে। মাঠে নেমে না খেলা পর্যন্ত বলা যাবে না, এ মুহূর্তে কোন দল বেশি শক্তিশালী।

বসুন্ধরার ভরসা রবসন দা সিলভা
প্রশ্ন

আপনাদের কোচ অস্কার ব্রুজোন তো মোহনবাগানকে এগিয়ে রাখছেন!

রবসন: আমি সব সময় কোচের যেকোনো বিষয়কে সম্মান দিই। যদি তিনি এ কথা বলে থাকেন, তাঁর মতামতকে আমি সম্মান জানাচ্ছি।

এএফসি কাপে নিজের সেরাটা দিতে চান রবসন
প্রশ্ন

বাংলাদেশের প্রিমিয়ার লিগে কিংসই এখন রাজা। কিন্তু বাংলাদেশের খেলার পর এএফসি কাপের দলগুলোকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ মনে হবে না?

রবসন: বাংলাদেশে অনেকগুলো শক্তিশালী দল আছে, যাদের বিপক্ষে খেলা খুব কঠিন। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ এএফসি কাপেও আমরা খুব ভালো খেলেছি। এবারও ম্যাচগুলোতে ভালো লড়াই হবে।

রবসন দক্ষিণ এশিয়ায় খেলা সেরা বিদেশি
প্রশ্ন

ব্রুজোন বলেছেন, দক্ষিণ এশিয়ায় খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে আপনিই এখন সেরা। এএফসি কাপে সেটা প্রমাণ করার চাপ অনুভব করছেন?

রবসন: কোচ আমাকে নিয়ে এমন মন্তব্য করায় আমি খুবই খুশি। তবে বিষয়টি প্রমাণ করার চাপ আমি নিতে চাই না। অন্য ম্যাচগুলোতে যেভাবে খেলে এসেছি, এএফসি কাপেও সেভাবে আমার সেরা খেলাটা খেলে যেতে চাই।

প্রশ্ন

স্বদেশি মিগেল ফিগুয়েরা ও স্থানীয় খেলোয়াড় হিসেবে এলিটা কিংসলি যোগ হওয়ায় দল কতটা লাভবান হয়েছে?

রবসন: মিগেল খুবই ভালো খেলোয়াড়। সে আমাদের অনেক উপকারে আসবে। এলিটাকে পাওয়া দলের জন্য বাড়তি প্রাপ্তি। এএফসি কাপে তাঁর অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে।

এএফসি কাপে বসুন্ধরা ভালো খেলবে বলেই মনে করেন রবসন
প্রশ্ন

বেশির ভাগ মানুষই বলছেন, এএফসি কাপে স্ট্রাইকারের অভাবে ভুগতে পারে কিংস। আপনি কী মনে করেন?

রবসন: ভোগার মতো কোনো কারণ দেখছি না। দলে বেশ কয়েকজন ভালো বিদেশি ও স্থানীয় নাম্বার নাইন আছে। তাদের মধ্যে থেকে যে কেউ দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারে।

প্রশ্ন

অধিনায়ক হিসেবে এটা আপনার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। সতীর্থ খেলোয়াড়দের কী বার্তা দিয়েছেন?

রবসন: সবাইকে বলেছি, চলো আমরা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিই। সব সময় ভাবতে হবে, প্রতিটা ম্যাচই ফাইনাল। বিপিএলে যেভাবে খেলেছ, এখানেও সেভাবে খেলতে হবে । মনে রাখতে হবে, তুমি দেশের সেরা খেলোয়াড় বলেই কিংসে খেলার সুযোগ পেয়েছ। আত্মবিশ্বাস নিয়ে খেলো ও দলকে ভালো কিছু উপহার দিয়ো।