Thank you for trying Sticky AMP!!

আইফোনে হারানো তথ্য ফিরে পেতে

আইক্লাউড

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আই ক্লাউডে নতুন সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে আই ক্লাউডে থাকা পুরোনো গুরুত্বপূর্ণ মোবাইল ফোন নম্বর আর হারাবে না কিংবা ভুল করে নম্বর মুছে ফেললেও তা ফেরত আনা যাবে। এ ছাড়া চাইলেই পুরোনো কন্ট্যাক্টও রিস্টোর করা যাবে।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইক্লাউডে নতুন সুবিধা হিসেবে যুক্ত হচ্ছে ‘রিস্টোর কন্ট্যাক্ট’ নামের সুবিধাটি। এর আগে আই ক্লাউডে সংরক্ষিত নম্বরগুলো একটি নির্দিষ্ট সময় পর কিংবা কোন কারণে ভুলে মুছে গেলে পুনরায় রিস্টোর করার সুবিধা ছিল না। এ নিয়ে আইফোন ব্যবহারকারীদের নানা ধরনের অভিযোগও ছিল। অবশেষে অ্যাপল আই ক্লাউড ডট কমে এ সুবিধাটি যুক্ত করেছে। (এনডিটিভি)