Thank you for trying Sticky AMP!!

আঙুল-ব্যায়ামের ডাম্বেল'থাম্বেল'!

আঙুলের ডাম্বেল

আঙুলের ব্যায়ামের জন্যও চাই ডাম্বেল! স্মার্টফোন ব্যবহারে অনেক সময় আঙুলে ব্যথা হয়ে যায়। এ ব্যথা নিরাময়ে আঙুলের ব্যায়াম করা প্রয়োজন আর এ ব্যায়াম করতে দরকার হতে পারে ক্ষুদ্র ডাম্বেল। যুক্তরাজ্যের মোবাইল সেবাদাতা ওটু সম্প্রতি ‘থাম্বেল’ নামে আঙুলে ব্যবহারযোগ্য ক্ষুদ্রাকার ডাম্বেল তৈরি করেছে। ‘নিউইয়র্ক ডেইলি’ নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওটুর গবেষকেরা দাবি করেছেন, তাঁরা গবেষণা করে দেখেছেন গত পাঁচ বছরে যুক্তরাজ্যে দুই কোটির বেশি স্মার্টফোন ব্যবহারকারী আঙুলের সমস্যায় ভুগেছেন। অতিরিক্ত সময় ধরে স্মার্টফোনের ব্যবহারে আঙুলে ব্যথা হয়।
৬৫ গ্রাম ওজনের এ থাম্বেল বর্তমানে ওটুর গবেষকেরা পরীক্ষা করছেন।
গবেষকেরা বলছেন, এখন আঙুলের ডগায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এ প্রযুক্তি ঠিকমতো ব্যবহার করতে সুস্থ আঙুল প্রয়োজন আর আঙুলের সুস্থতার জন্যই এ থাম্বেল।