Thank you for trying Sticky AMP!!

আবার আসছে নকিয়ার সেই ফোনটি

নকিয়া ৩৩১০

বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মোবাইল ফোনের তকমা পাওয়া মডেল হচ্ছে নকিয়া ৩৩১০। মোবাইল ফোন ইতিহাসের সবচেয়ে গ্রাহকপ্রিয়তা ও নির্ভরযোগ্য ফোনটিকে আবার ফেরত আনতে যাচ্ছে নকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। চলতি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ৩৩১০ মডেলটির ঘোষণা দিতে পারে নকিয়া।

এর আগে ২০০০ সালে বাজারে এসেছিল মডেলটি। ফোনটিকে ঘিরেই আধুনিক মোবাইল যুগের যাত্রা শুরু বলে ধারণা করা হয়। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই মোবাইল হিসেবে বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল নকিয়ার তৈরি ফোনটি।
নতুন ৩৩১০ মডেলের ফোনটির দাম হতে পারে ৫৯ মার্কিন ডলার। আধুনিক স্মার্টফোনের যুগে দ্বিতীয় আরেকটি ফোন হিসেবে নকিয়ার এ ফোনটি ভালো চলবে।

নকিয়া ৩৩১০ মডেলের তথ্য ফাঁস করেছে টুইটারের ইভান ব্লাস। তাঁর ফাঁস করা অনেক তথ্য আগে মিলে গেছে।
নকিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ ফোনটি নিয়ে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, স্মার্টফোনের জনপ্রিয়তার যুগে ধুঁকতে থাকা নকিয়া মোবাইল বিভাগটি মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। সম্প্রতি নকিয়া ব্র্যান্ড লাইসেন্স বিক্রি করেছে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের কাছে। বাজারে অ্যান্ড্রয়েডচালিত ফোন এনে আবার ফিরতে চাইছে নকিয়া। স্মার্টফোন ছাড়াও নকিয়া ২১৫ নামের ২৯ মার্কিন ডলার দামের ফিচার ফোন এনেছে প্রতিষ্ঠানটি। পুরোনো ফোনের নতুন সংস্করণ এনে বাজার ধরাই নকিয়ার এখানকার লক্ষ্য।

এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া থ্রি, ফাইভ ও সিক্স নামে নতুন কয়েকটি মডেল বাজারে আনতে পারে। এগুলো হবে সাশ্রয়ী দামের ভালো কনফিগারেশনের স্মার্টফোন। তথ্যসূত্র: ইনডিপেনডেন্ট অনলাইন।