Thank you for trying Sticky AMP!!

ইউটিউবের নতুন সেবা

ইউটিউব মাসিক সাবসক্রিপশনের ভিত্তিতে সেবা দেওয়া শুরু করেছে

গুগলের ভিডিও দেখার সাইট ইউটিউব ব্যবহারকারীদের জন্য মাসিক খরচের ভিত্তিতে গান শোনা, মিউজিক ভিডিও দেখা এবং তা ডাউনলোডের জন্য বিশেষ সুবিধা আনছে। ‘ইউটিউব মিউজিক কী’ নামের এই সেবাটি পেতে প্রতি মাসে কমপক্ষে ৭.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে ব্যবহারকারীকে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইউটিউব মিউজিক কী’ সেবাটি হবে বিজ্ঞাপনমুক্ত সেবা। অর্থাৎ গ্রাহকরা কোনো বিজ্ঞাপন দেখা ছাড়াই অন্য অ্যাপ নিয়ে কাজ করার সময়েও অফলাইনে ভিডিও দেখতে ও গান শুনতে পারবেন।
ইউটিউব মিউজিক কী সেবাটি শুরুতে বিশেষ আমন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাবে। যাঁরা গুগলের কাছ থেকে এই সেবার প্রাথমিক সংস্করণ পরীক্ষা করে দেখার আমন্ত্রণ পাবেন তাঁরা কোনোরকম খরচ ছাড়া ছয় মাস এই সেবা চালিয়ে যেতে পারবেন। এই সেবার জন্য সাবসক্রিপশন করলে গুগল প্লে মিউজিকের সুবিধাও পাওয়া যাবে।