Thank you for trying Sticky AMP!!

ইউটিউবে ভিডিও ধারণ

কম্পিউটারে কোনো কাজ করার সময় ভিডিও ধারণ করে অন্যকে দেখানোর প্রয়োজন হতে পারে। এ জন্য অনেক সফটওয়্যারই রয়েছে। তবে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব দিয়েই এ রকম ভিডিও ধারণ করতে পারবেন সহজে। এ জন্য ইউটিউবে নিজস্ব চ্যানেল থাকতে হবে, আর সে চ্যানেলের ‘লাইভ স্ট্রিমিং’ সুবিধা ব্যবহার করেই কাজটি করতে পারবেন।
যেভাবে কাজটি করবেন: গুগল ক্রোম ব্রাউজার চালু করুন। ইউটিউবে চ্যানেল খুলতে www.youtube.com ঠিকানায় গিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করে নিন। এবার ক্রোমের অ্যাড্রেস বারে www.youtube.com/ live_dashboard লিখে এন্টার করুন। লাইভ স্ট্রিমিংয়ের নিচের ইভেন্টসে ক্লিক করুন। এরপর ‘নিউ লাইভ ইভেন্ট’-এ ক্লিক করুন। এবার ‘ক্রিয়েট এ নিউ ইভেন্ট’-এর ‘বেসিক ইনফো’ অংশে যে ভিডিও বানাতে চান তার শিরোনাম, বর্ণনা ইত্যাদি লিখে গো লাইভ নাউ-এ ক্লিক করুন। একটি বার্তায় বলা হবে গুগল হ্যাংআউট অন এয়ারে যাবে এবং সরাসরি ভিডিও দেখাতে ওয়েবক্যাম চালু হবে। বাকি কাজ সারতে ওকে করুন। যদি ওয়েবক্যাম চালু রেখে ভিডিও দেখাতে না চান তাহলে এই পাতার ওপরে মাউস নিয়ে গিয়ে ওয়েবক্যামের আইকন চেপে সেটি বন্ধ করে দিন। একইভাবে শব্দ ধারণ সুবিধা চালু বা বন্ধ করা যাবে। এই পাতার বাঁ দিকে মাউস নিয়ে গিয়ে ‘স্ক্রিন শেয়ার’ বোতামে ক্লিক করুন। শেয়ার ইওর স্ক্রিন গুগল হ্যাংআউটস উইন্ডো খুলে যাবে। এখানে পছন্দমতো অপশন নির্বাচন করুন। পুরো ডেস্কটপের কাজকে ধারণ করতে চাইলে ‘এন্টায়ার স্ক্রিন’ নির্বাচন করেন। তাহলে কম্পিউটারের পর্দায় শেয়ারিং সুবিধা চালু হবে। এরপর এই পাতার ‘স্টার্ট ব্রডকাস্ট’ বোতাম চাপলে একটি বার্তা আসবে। সেখানে আবার ওকে চাপলেই কম্পিউটারে যে কাজই করবেন সেটি ধারণ হতে থাকবে। এটি ব্যক্তিগত। তাই রেকর্ডিং চলাকালীন আর কেউ সেটি দেখতে পাবে না। রেকর্ডিং শেষ হলে ‘স্টপ ব্রডকাস্ট’ বোতামে ক্লিক করুন। এবার ইউটিউবের ভিডিও খেরোখাতায় (www.youtube.com/ my_videos) গেলে দেখতে পাবেন।
রাকিবুল হাসান