Thank you for trying Sticky AMP!!

উইকিমিডিয়া ফাউন্ডেশনের জিএসি সদস্য হলেন নুরুন্নবী চৌধুরী

নুরুন্নবী চৌধুরী হাছিব

ইন্টারনেটে জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের (ডব্লিউএমএফ) গ্র্যান্ড অ্যাডভাইজরি কমিটির (জিএসি) সদস্য নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। ১৭ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলা উইকিপিডিয়ার (http: //bn. wikipedia. org) প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক (অপারেশনস কমিটি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডব্লিউএমএফের গ্র্যান্ডবিষয়ক তিনটি কমিটির মধ্যে অন্যতম একটি হচ্ছে এই জিএসি। সাধারণত এ কমিটির সদস্যরাই সিদ্ধান্ত নেন কোন প্রকল্পগুলো গ্র্যান্ডের জন্য নির্বাচিত হবে। এ গ্র্যান্ড মূলত প্রকল্প ও আয়োজন উপলক্ষে দেওয়া হয়। প্রকল্পের প্রস্তাবগুলো নিরীক্ষা করাসহ সামগ্রিক নানা ধরনের সিদ্ধান্ত এ কমিটির সদস্যরা নিয়ে থাকেন। নির্বাচিত সিদ্ধান্তগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের চূড়ান্ত পরিচালনা পর্ষদ সভায় পাস হয়। 

নতুন দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে উইকিপিডিয়া নিয়ে কাজ করতে চান কিংবা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আগ্রহী, কিন্তু গ্র্যান্ড প্রয়োজন এমন বিষয়গুলোতে কাজ করবেন বলে জানান নুরুন্নবী চৌধুরী।