Thank you for trying Sticky AMP!!

উইটসার পরিচালক ও গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান হলেন সবুর খান

ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সেসের (উইটসা) পরিচালক এবং এ সংগঠনের গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান হলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. সবুর খান। 

বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী তার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করে। বিসিএসের মনোনীত প্রতিনিধি হিসেবে মো. সবুর খান সরাসরি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
বাংলাদেশে বিসিএস উইটসার সদস্য। ২৮ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াডালাজারায় উইটসার বার্ষিক সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো. সবুর খান ভবিষ্যতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির এবং বৈশ্বিক উন্নয়নে তার পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি ড্যাফোডিল গ্রুপ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান।