Thank you for trying Sticky AMP!!

উন্নত ডিসপ্লের স্মার্টফোন এনেছে সিম্ফনি

ছবি: সিম্ফনি এক্সপ্লোরার এইচ৫০

এক্সপ্লোরার এইচ৫০ নামের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে উন্নত টাচ সুবিধাযুক্ত ডিসপ্লে। পাঁচ ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে গ্লাস, ফিল্ম ও বিশেষ ফিল্ম প্রযুক্তি।
সিম্ফনির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২৮০ বাই ৭২০ রেজুলেশনের ডিসপ্লে স্মার্টফোন ব্যবহারকারীদের ঝকঝকে এবং নিখুঁত ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটির সামনে ও পেছনের উভয় ক্যামেরাতেই রয়েছে অটোফোকাস। স্মার্টফোনটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ফ্ল্যাশ লাইট, ফেস বিউটি, কন্টিনিউয়াস শট, প্যানোরমাসহ আরও বেশ কিছু ফিচার রয়েছে ক্যামেরায় ।
এক জিবি র‌্যাম ছাড়াও এইচ৫০ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি রম এবং ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। ৮ দশমিক ৪ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটি থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস, জি-সেন্সর সমর্থন করে।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করছে সিম্ফনি।