Thank you for trying Sticky AMP!!

উবারের মূল্য ১২ হাজার কোটি মার্কিন ডলার

আগামী বছর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজারে আসতে পারে রাইড শেয়ারিং কোম্পানি উবার টেকনোলজি। যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংকের সাম্প্রতিক প্রস্তাব অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করলে প্রতিষ্ঠানটির মূল্যমান হতে পারে ১২ হাজার কোটি মার্কিন ডলার (১০ দশমিক ২০ লাখ কোটি টাকা)। ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

গত আগস্ট মাসে টয়োটা মোটর কোম্পানি যখন উবারে ৫০ কোটি ডলার বিনিয়োগ করে, তখন এর মূল্যমান দেখানো হয় ৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার।

গত সেপ্টেম্বর মাসে রয়টার্স জানিয়েছে, গোল্ডম্যান স্যাচস ও মর্গান স্ট্যানলি উবারের আইপিওর জন্য শীর্ষ দায়িত্বে থাকতে পারে। তারাই উবার কোম্পানির দাম নির্ধারণ করেছে।

রয়টার্স বলছে, আগামী বছর নাগাদ রাইড শেয়ারিং কোম্পানি হিসেবে উবার ও এর প্রতিদ্বন্দ্বী লিফট পুঁজিবাজারে আসতে পারে। লিফট আইপিও পরামর্শক প্রতিষ্ঠান ক্লাস ভি গ্রুপকে নিয়োগ দিয়ে ফেললেও উবার এখনো এতটা এগোয়নি।

গত আগস্ট মাসে উবার নেলসন চাইকে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। উবারে এ পদটি দীর্ঘদিন খালি ছিল। চাইকে নিয়োগ দেওয়ায় আইপিওর দিকে কিছুটা এগিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে উবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।