Thank you for trying Sticky AMP!!

এশিয়ার বাজারের ১৫ শতাংশ অপোর দখলে!

চীনা মোবাইল ব্র্যান্ড অপো কর্তৃপক্ষ দাবি করেছে, এশিয়ার মোবাইল বাজারের ১৫ শতাংশ তাদের দখলে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য উল্লেখ করে এ দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার প্রতিষ্ঠানটির এক লিখিত বিবৃতিতে বলা হয়, ১৫ শতাংশ বাজার দখল নিয়ে এশিয়ার বাজারের শীর্ষে এখন তারা। তাদের পরেই আছে আরেক চীনা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর দখলে রয়েছে বাজারের ১৩ শতাংশ। এরপর ১২ শতাংশ দখল নিয়ে যৌথভাবে তিনে আছে চীনের শাওমি ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

অপো বাংলাদেশের ব্যবস্থাপক ড্যামন ইয়াং বলেন, অপো একমাত্র ব্র্যান্ড, যারা সেলফি নিয়ে কাজ করছে। সেলফি ফিচারে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে। এ সাফল্য অপোকে এশিয়ার বাজারে শীর্ষ অবস্থান অর্জন করতে সহায়তা করেছে। অপো পরিবারের সর্বশেষ এসেছে এফ ৫ নামের স্মার্টফোন। বিজ্ঞপ্তি।