Thank you for trying Sticky AMP!!

এশিয়া অঞ্চলে ক্লাউড সেবায় গুরুত্ব দিচ্ছে ওরাকল

ওরাকল

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্লাউড সেবা (ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার ও সার্ভিসেস) বাড়াতে অধিক গুরুত্ব দিচ্ছে সফটওয়্যার নির্মাতা ওরাকল। ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে সেবা বাড়াতে ৮০০ কর্মী নিয়োগ দিয়েছে তারা।
কী এই ক্লাউড?
ওরাকল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ জুন প্রকাশিত ওরাকলের ৪র্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ক্লাউড থেকে বার্ষিক আয় ২৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বলে দেখানো হয়েছে। এক প্রান্তিকে বা প্রথম তিন মাসে সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএএস) এবং প্ল্যাটফর্ম অ্যাজ অ্যা সার্ভিস (পিএএএস) থেকে ৪২ কোটি ৬০ লাখ ডলার আয় হয়েছে।
ওরাকলের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট লইক লি গ্যাসকুইট বলেন, এশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড সেবায় আগ্রহী হচ্ছে। এই অঞ্চলে সেবার মান বাড়াতে আমরা কর্মী নিয়োগ করেছি এবং ভালো সেবা বাড়াতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।